ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২২৩১ নম্বর প্রস্তাবে আমেরিকার কোনো অধিকার নেই: ইরান

প্রকাশিত: ১৩:০৭, ৭ জুন ২০২০

২২৩১ নম্বর প্রস্তাবে আমেরিকার কোনো অধিকার নেই: ইরান

অনলাইন ডেস্ক ॥ ইরান বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবকে ভিত্তি করে কোনো পদক্ষেপ গ্রহণের অধিকার আমেরিকার নেই।ওই প্রস্তাবের ধারা অনুযায়ী মার্কিন সরকার ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে বলে ওয়াশিংটন যে দাবি করেছে তার জবাবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি কেলি ক্রাফ্ট এ মন্তব্য করলেন। ২০১৫ সালে ছয় বিশ্বশক্তি ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান। এরপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে ওই সমঝোতা অনুমোদন করে তাকে আন্তর্জাতিক আইনের মর্যাদা দেয়া হয়। ওই প্রস্তাবের একটি ধারায় বলা আছে, ২০২০ সালের অক্টোবরে স্বয়ংক্রিয়ভাবে ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। আমেরিকা ওই পরমাণু সমঝোতা এবং নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুমোদনের পক্ষে সক্রিয়ভাবে কাজ করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বেরে করে নেন। এখন ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে এসে ট্রাম্প প্রশাসন দাবি করছে, তারা ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের উদ্যোগ নিতে পারবে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি কেলি ক্রাফ্ট গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন। এর প্রতিক্রিয়ায় তাখতে রাভানচি বলেন, ক্রাফটের ধারনা ভুল।আমেরিকা যেদিন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে সেদিন দেশটি কার্যত ২২৩১ নম্বর প্রস্তাব থেকেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। কাজেই এখন ওই প্রস্তাব ব্যবহারের কোনো অধিকার আমেরিকার নেই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অপর স্থায়ী দেশগুলিও আমেরিকার এ উদ্যোগের বিরোধিতা করেছে।
×