ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে পুলিশের ৬ সদস্যসহ ১৪ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১৩:০৬, ৭ জুন ২০২০

বাঁশখালীতে পুলিশের ৬ সদস্যসহ ১৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্র্রগ্রামের বাঁশখালী উপজেলায় একদিনে সমবায় কর্মকর্তা, পুলিশের ৬ সদস্যসহ ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে | শনিবার রাতে বি,আই,টি,আই,ডি, চমেক, সিবাসু হাসপাতালে করোনা পরীক্ষায় এসব ব্যাক্তিদের পজিটিব রিপোর্ট পাওয়া যায়| তাছাডা দিন দিন বাঁশখালীতে করোনা আক্রান্তের সংখ্যা তালিকা দীর্ঘায়িত হচ্ছে | আজ রবিবার বাঁশখালী মেডিক্যালের আবাসিক অফিসার ডাঃ সাহিদ চৌধুরী বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেছেন | হাসপাতাল সূত্রে জানাযায়, পৌরসভা ও ১৪টি ইউনিয়নে করোনা আক্রান্ত মানুষদের নমুনা সংগ্রহের জন্য এম,টি,আই জয়নাল আবেদীন, ল্যাব টেকন্যাশিয়ান পরিতোষ বডুয়া ও এস, টি, আই কোর্স মামুনুর রশিদ দায়িত্ব পালন করে আসছেন| নতুন ভাবে পি,এইচ, সিপি সদস্যরা নমুনা সংগ্রহ করবেন বলে জানা গেছে| এ পর্যনত বাঁশখালীতে ৪২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিভিন্ন ল্যাবে পাঠায় তার মধ্যে ৬২ জনের করোনা পজিটিব আসে|এর মধ্যে হতে সুস্থ হয়ে বাডি ফিরেছেন ২০ জন| তাছাডা জলদী এলাকার আকতার হোসেন ও বৈলগাও গ্রামের হাসিনা আকতার নামের এক গৃহবধূর মৃত্যেু হয়| উল্লেখ্য গন পরিবহণ ও ব্যাবসা প্রতিষ্ঠান চালু হওয়ার পর থেকে সাধারন মানুষের মাঝে সামাজিক দূরত্ব মেনে চলার কোন বলাই নেই| সচেতন মহলের ধারনা এখন হতে যদি সামাজিক দূরত্বের লাগাম টেনে ধরা না হয় আগামীতে উপজেলার সর্বত্র ভয়াবহ রুপ ধারন করবে প্রাণঘাতী করোনাভাইরাস | এব্যাপারে বাঁশখালী থানা পুলিশের ওসি মোঃ রেজাউল করিম মজুমদার বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে যানবাহ চলাচলের জন্য চালক মালিকদেরকে নির্দেশনা দেয়া হয়েছে | একইভাবে ব্যাবসায়িদেরকে নিয়ম মেনে তাদের প্রতিষ্ঠান চালু রাখার জন্য বলা হয়েছে | সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে এ,এস, আই নুরুল ইসলামসহ ৭ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন| তবুও পুলিশ নিজের জীবনের ঝুকি নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছেন|
×