ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তিরমৃত্যু

প্রকাশিত: ১৩:০৫, ৭ জুন ২০২০

বাউফলে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তিরমৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ করোনা উপসর্গ নিয়ে আবদুস সত্তার (৭০) নামের এক ব্যক্তি আজ রবিবার সকালে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। তার বাসা পৌর শহরের ৭ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায়। আবদুস সত্তার বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত স্টোর কিপার । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ আখতারুজ্জামান জানান, আবদুস সত্তার শনিবার বিকালে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে বাউফল স্বাস্থ কমপ্লেক্সে আসলে তাকে অক্সিজেন দেয়া হয়। এরপর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু তার পরিবারের লোকজন তাকে বরিশালে না নিয়ে ওই দিনই বাসায় নিয়ে যান। রবিবার সকাল সোয়া ৭টার সময় পুনরায় তাকে জ্বর ও প্রচন্ড শ্বাস কষ্ট নিয়ে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এরপর সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। কোভিট-১৯ স্বাস্থ্য বিধি অনুযায়ি তাকে দাফন করা হবে। এদিকে করোনা উপসর্গ নিয়ে তিনি মারা যাওয়ায়, তার সংস্পর্শে এসেছেন এমন দুইজন চিকিৎসক ও দুই জন নার্সসহ শতাধিক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
×