ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনে ইসলামি জিহাদের সাবেক প্রধানের মৃত্যু

প্রকাশিত: ১২:৩২, ৭ জুন ২০২০

ফিলিস্তিনে ইসলামি জিহাদের সাবেক প্রধানের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ ফিলিস্তিনে ইসলামিক জিহাদের প্রাক্তন প্রধান রামাদান সালেহ আব্দুল্লাহ আর নেই। শনিবার রাতে স্থানীয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। নেতার মৃত্যুর পর এক বিবৃতিতে বলা হয় “প্রতিষ্ঠার পর থেকে আমরা ইসলামী জিহাদ আন্দোলনের সংগ্রাম দেখে আসছি এবং সম্মান ও মর্যাদার সাথে তাঁর নেতৃত্ব এবং জাতীয় অবস্থানকে স্মরণ করি," তিনি সবসময় ফিলিস্তিনি প্রতিরোধকে সমর্থন করেছেন এবং ইসলামিক পরিচয় রক্ষা করেছেন । মহান নেতার মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাস। তিনি বলেন সালাহকে হারানোর মাধ্যমে আমরা একজন মহান জাতীয় নেতাকে হারিয়েছি। সালাহ ১৯৫৮ সালে গাজায় জন্মগ্রহণ করেন এবং ফাতি শাকাকী হত্যার পরে ১৯৯৫ সালে এই আন্দোলনের প্রধান হন। যুক্তরাষ্ট্রে ২০০৩ সালে সালাহকে একটি সন্ত্রাসবাদী তালিকায় যুক্ত করেছিল এবং এফবিআই তার নামটি ২০১৭ সালে তার মোস্ট ওয়ান্টেড তালিকায় যুক্ত করেছিল। সালাহর অসুস্থতার কারণে জিয়াদ আল-নাখালাকে ২০১৮ সালে ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হয়।
×