ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্যারিসেই সুখে আছেন ডি মারিয়া

প্রকাশিত: ২২:২৬, ৭ জুন ২০২০

প্যারিসেই সুখে আছেন ডি মারিয়া

জিএম মোস্তফা ॥ বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাব বার্সিলোনা। বিশ্বের অনেক ফুটবলারের জন্যই কাতালান ক্লাবটি স্বপ্নের। তবে এখানে ব্যতিক্রম এ্যাঞ্জেল ডি মারিয়া। বর্তমানে প্যারিস সেইন্ট জার্মেইতে খেলা এই আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে আলোচনায় বসেছিল কাতালান ক্লাবটি। কিন্তু শেষ পর্যন্ত আলোচনা ফলপ্রসূ হয়নি। আর তাতেই খুশি এ্যাঞ্জেল ডি মারিয়া। এ প্রসঙ্গে ফরাসী সংবাদমাধ্যম লেকিপকে ডি মারিয়া বলেন, ‘আমি প্যারিসে সুখেই ছিলাম। কিন্তু এই ক্লাবের অনেকেই অনেক কথা বলাবলি করছিল তখন। যদিও শেষ পর্যন্ত সেটা মিথ্যা প্রমাণিত হয়। বার্সিলোনা আমাকে দলে নেয়ার চেষ্টা করেছিল। দুই ক্লাবের মধ্যে আলোচনাও হয়েছিল, কিন্তু পিএসজি আমাকে বিক্রি করতে চায়নি, আর এভাবেই শেষ হয়েছে দলবদলের আলোচনা। দলবদলের গুজব নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। শেষ পর্যন্ত (বার্সিলোনায়) না যাওয়াটা আমার জন্য ভালই হয়েছে, কারণ আমি এখনও প্যারিসে ভাল আছি।’ ২০১৭ সালে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। যে কারণেই তার জায়গা পূরণে পিএসজি থেকেই ডি মারিয়াকে আনতে চেয়েছিল কাতালান ক্লাবটি। কিন্তু আলোচনা বেশিদূর এগোয়নি। পিএসজি ৩২ বছর বয়সী আর্জেন্টাইনকে বিক্রি করতে রাজি হয়নি। ডি মারিয়াকে না পেয়ে সেবার বরুশিয়া ডর্টমুন্ড থেকে উসমান ডেম্বেলেকে নিয়ে আসে স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তিন বছর আগে দলবদল না করার সেই সিদ্ধান্তকেই সঠিক বলে মন্তব্য করেছেন ডি মারিয়া। শুধু তাই নয়, বয়সে বত্রিশকেও ছাড়িয়ে যাওয়া এই আর্জেন্টাইন স্ট্রাইকার ইউরোপ অধ্যায় পিএসজিতেই শেষ করতে চান। তিনি বলেন, ‘ইউরোপের ক্যারিয়ার আমি পিএসজিতেই শেষ করতে চাই। এই মুহূর্তে আমার মাথায় এই ভাবনাই আছে।’ এদিকে, আরবি লিপজিগ থেকে টিমো ওয়ার্নারকে দলে ভেড়ানোর প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে নিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। ব্রিটিশ গণমাধ্যমের দাবি ঠিক এমনটাই। ২৪ বছর বয়সী এই ফুটবলারের প্রতি বেশি আকৃষ্ট ছিল প্রিমিয়ার লীগের শিরোপা জিততে যাওয়া লিভারপুল। কিন্তু জার্মান তারকার ৫৩ পাউন্ডের ছাড়পত্রে শেষ পর্যন্ত চেলসি তাকে দলভুক্ত করতে সক্ষম হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে। স্টামফোর্ড ব্রিজে ওয়ার্নারকে এনে এখন যুদ্ধে নামার প্রস্তুতি নিতে পারবে পশ্চিম লন্ডনের ক্লাবটি। এর আগে তার এ্যানফিল্ডে যোগ দেয়ার বিষয়টি অনেকটাই চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু রিলিজ ক্লজ ইস্যুতে রণে ভঙ্গ দেয় তারা। ১৫ জুন এটির মেয়াদ শেষ হয়ে যাবে। তার দুইদিন আগেই প্রিমিয়ার লীগ মাঠে গড়ানোর কথা রয়েছে। জার্মানির আন্তর্জাতিক তারকা ওয়ার্নার লিপজিগের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৩১ গোল করেছেন। ইতোমধ্যে আয়াক্সের উইঙ্গার হাকিম জয়েচের বিষয়েও একটি চুক্তিতে সম্মত হয়েছে চেলসি। অন্যদিকে ওডিয়ন ইঘালোর সঙ্গে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ধারের চুক্তি বৃদ্ধি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যার ফলে নাইজিরিয়ান এই স্ট্রাইকার ২০১৯-২০ মৌসুমের শেষ পর্যন্ত ইংল্যান্ডেই থাকছেন। চাইনিজ সুপার লীগের ক্লাব সাংহাই শিনহুয়া থেকে ধারে আসা ইঘালোর চুক্তি মে মাসেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে লীগ বন্ধ হয়ে যাবার আগে আট ম্যাচে চার গোল করে ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন। যার পুরস্কার পেলেন হাতেনাতেই। চলতি মাসে পুনরায় লীগ শুরু হওয়ার পর ওলে গানার সোলসজায়েরের অধীনে ইঘালো আবারও নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন বলেই ইঙ্গিত পাওয়া গেছে। করোনা পরবর্তী লীগ আগামী ১৭ জুন থেকে শুরু হচ্ছে। এফএ কাপে টিকে থাকলে সবমিলিয়ে অল্প সময়ের মধ্যে ইউনাইটেডকে হয়তো ১২টি ম্যাচ খেলতে হতে পারে। এছাড়া আগস্টে ইউরোপা লীগ খেলতেও মাঠে নামবে তারা। ইউনাইটেডের অভিজ্ঞ কোচ বলেন, ‘যেভাবে ইঘালো শুরু করেছিল সেভাবেই হয়তো সে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে টিকে থাকতে পারবে বলে আশা করছি।’
×