ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দর্শক ছাড়া কিভাবে বিশ্বকাপ আয়োজন সম্ভব ॥ ওয়াসিম

প্রকাশিত: ২২:২৪, ৭ জুন ২০২০

দর্শক ছাড়া কিভাবে বিশ্বকাপ আয়োজন সম্ভব ॥ ওয়াসিম

স্পোর্টস রিপোর্টার ॥ মহামারী করোনাভাইরাসের কারণে গত আড়াই মাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিরিজ স্থগিত হয়ে গেছে। কঠোর নিয়মের মধ্য দিয়ে জিবাণুমুক্ত পরিবেশে ও দর্শকশূন্য গ্যালারিতে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মধ্য দিয়ে আগামী মাসে ফের মাঠে গড়ানোর অপেক্ষায় ক্রিকেট। তবে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে অক্টোবর-নবেম্বরে অস্ট্রেলিয়ায় আসন্ন টি২০ বিশ্বকাপ নিয়ে। দর্শকশূন্য গ্যালারিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হলে সেটিকে কি আদৌ বিশ্বকাপ বল যাবে? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওয়াসিম আকরাম। তারচেয়ে বরং পিছিয়ে দিয়ে হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করা উচিত বলে মনে করেন পাকিস্তান কিংবদন্তি। ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটা সঠিক আইডিয়া নয়। আমি বলতে চাইছি, কিভাবে দর্শক ছাড়া ক্রিকেট বিশ্বকাপ আয়োজন সম্ভব?’ সংবাদমাধ্যমকে বলেন সাবেক পাকিস্তান অধিনায়ক। এরপরই কিংবদন্তি পেসার যোগ করেন, ‘বিশ্বকাপ মানেই বিশাল দর্শক। নিজেদের দলকে সমর্থন দিতে বিশ্বের নানা জায়গা থেকে সমর্থকরা আসেন। এটার একটা পরিবেশ আছে। সে এক অন্যরকম আনন্দ। উচ্ছ্বাস। ক্লোজ ডোরে এটা আপনি আয়োজন করতে পারেন না।’ আইসিসি আরও ভাল সময়ের জন্য অপেক্ষা করবে বলে বিশ্বাস করেন জানিয়ে ওয়াসিম বলেন, ‘আমি বিশ্বাস করি তারা আরও ভাল সময়ের জন্য অপেক্ষা করবে। যখন এই বিপর্যয় কেটে যাবে আর ভ্রমণ বাধা সরে যাবে তখন তারা একটা ভাল বিশ্বকাপ আয়োজন করতে পারে।’ ক্রিকেটে হালের আলোচিত ইস্যু, মাঠে খেলা ফিরলে বোলাররা বলে থুথু বা লালা ব্যবহার করতে পারবেন না। কারণ এর মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর শঙ্কা থাকে। অনেক তারকা পেসার বলছেন, বলে থুথু দিতে না পারলে সুইং পাওয়া যাবে না এবং ক্রিকেট তার ছন্দ হারাবে। বিকল্প ভাবনা নিয়ে অবশ্য ইতোমধ্যে মাঠে নেমে পড়েছে বিখ্যাত সব বল প্রস্তুতকারী কোম্পানি। একেক রকমের প্রস্তাবনা আসছে। বুধবার আইসিসির ভিডিও সভায় টি২০ বিশ্বকাপের পাশাপাশি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে। চিরায়তভাবে বলের ওপর থুথু দিয়ে ঘষে ঘষে শাইনিং করেন পেসাররা। বলতে গেলে এটি ক্রিকেটেরই অংশ। কিং অব সুইংÑ খ্যাত ওয়াসিম আকরাম বলেন, ‘আমি মনে করি না ফাস্ট বোলাররা লালার ব্যবহার বন্ধ করাটা সহজভাবে নিবে। তাদের ঘাম ব্যবহার করতে দিবে বলে গাইডলাইনে রয়েছে। তবে দুটো ব্যাপার এক নয়। বেশি ঘাম ব্যবহার করলে ক্রিকেট বল ভিজে ভারি হয়ে যাওয়ার সম্ভবানা থাকে।’
×