ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গায়েবি মামলায় বিরোধীদের গ্রেফতার চলছে ॥ ফখরুল

প্রকাশিত: ২১:৫০, ৭ জুন ২০২০

গায়েবি মামলায় বিরোধীদের গ্রেফতার চলছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের গায়েবি মামলায় গ্রেফতারের হিড়িক চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সংবাদমাধ্যমে পাঠানো বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, বর্তমান সরকার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে গ্রেফতার করে হয়রানি করার মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী এই করোনাভাইরাস মহামারীর মধ্যেও কেউ যেন টুঁশব্দ করতে না পারে। কারণ সরকার নিজেদের স্বত্বা নিয়ে সবসময় আতঙ্কের মধ্যে আছে। তাই সমালোচনাকে যমের মতো ভয় পাচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, এক অজানা আতঙ্কের মধ্যে সরকার হাবুডুবু খাচ্ছে। চারদিকে সরকারের সীমাহীন ব্যর্থতা। করোনাভাইরাসের প্রকোপে বাঁধভাঙ্গা পানির ¯্রােতের মতো দেশের জনগণ আক্রান্ত হচ্ছে, মৃত্যুর সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মির্জা ফখরুল বলেন, করোনায় আক্রান্ত মানুষের দেশে কোন চিকিৎসা নেই। হাসপাতালে করোনা রোগীদের ভর্তি যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হাসপাতালে আইসিইউ ও অক্সিজেনের অভাবে আক্রান্ত রোগীরা অসহায়ভাবে কাতরাচ্ছে। করোনা রোগীর তুলনায় হাসপাতালগুলোতে শয্যা একেবারেই কম। তাই করোনায় আক্রান্ত মানুষ এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে ছুটতে রাস্তার মধ্যেই মারা যাচ্ছে। ফখরুল বলেন, চারদিকে ক্ষুধার জ্বালায় কর্মহীন মানুষ হাহাকার করছে। এক দুর্ভিক্ষের ঘনছায়া সারাদেশে বিস্তার লাভ করছে। এই কঠিন দুঃসময় সরকার সম্মিলিতভাবে মোকাবেলা না করে বরং মিথ্যা আহমিকায় জনগণের কাছে সত্যের অপলাপ করছে। আর বিএনপিসহ বিরোধী দল ও মত যাতে মাথা চাড়া দিতে না পারে সেজন্য আগের মতোই রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগানো হচ্ছে নির্দয়-নিষ্ঠুরভাবে। ফখরুল বলেন, বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ তিলি গ্রামের বিএনপি নেতার কন্যা ও বিএনপি নেত্রী মাহমুদা পলি আক্তারকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার এবং গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলার চন্দনাইশ উপজেলার ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে। আমরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অসহায়দের মাঝে খাবার বিতরণকালে পুলিশী বাধার নিন্দা ॥ অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণকালে পুলিশী বাধার অভিযোগ এনে এর নিন্দা জানিয়েছে স্বেচ্ছাসেবক দল। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল শনিবার এক বিবৃতিতে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণকালে স্থানীয় পুলিশ এসে খাবার দিতে বাধা প্রদান করে। এ সময় পুলিশ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজাসহ আরও ক’জনকে আহত করে অনুষ্ঠানটি প- করে দেয়।
×