ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সহিংসতার নিন্দায় পোপ

প্রকাশিত: ২১:২৯, ৭ জুন ২০২০

সহিংসতার নিন্দায় পোপ

ক্যাথলিক খ্রীস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া অস্থিরতা নিয়ে নীরবতা ভেঙ্গে বর্ণবাদ ও সহিংসতার নিন্দা জানিয়েছেন। জাতীয় ঐক্য ও শান্তিরও আহ্বান জানিয়েছেন তিনি। মিনেসোটার মিনিয়াপোলিসের শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তার হাঁটুর চাপে দম বন্ধ হয়ে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা ‘মর্মান্তিক’, উল্লেখ করে পোপ বলেন, ‘বর্ণবাদের মতো পাপে’ এভাবে হত্যাকান্ডের শিকার হওয়া প্রত্যেকের জন্যই তিনি প্রার্থনা করছেন। বুধবার ভ্যাটিকান সিটিতে সাপ্তাহিক প্রার্থনাসভায় পোপ এ কথা বলেন।- এপি
×