ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আল-কায়েদার উত্তর আফ্রিকা প্রধান নিহত

প্রকাশিত: ২১:২৮, ৭ জুন ২০২০

আল-কায়েদার উত্তর আফ্রিকা প্রধান নিহত

মালিতে এক অভিযানে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গীগোষ্ঠী আল-কায়েদার উত্তর আফ্রিকা প্রধান নিহত হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স। বুধবার মালির উত্তরাঞ্চলে চালানো এ অভিযানে আবদেল মালিক দ্রুকদেল ছাড়াও তার ঘনিষ্ঠ কয়েক সহচরও নিহত হয়েছে বলে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে নিশ্চিত করেছেন। গত মাসে অন্য এক অভিযানে ফ্রান্সের সৈন্যরা জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উর্ধতন এক কমান্ডারকেও আটক করেছিল। পারলে বলেন, সাহেল অঞ্চলের অংশীদারদের সহযোগিতায় আমাদের বাহিনী জঙ্গীদের নিরলসভাবে তাড়িয়ে বেড়াবে। বুধবারের ‘দুঃসাহসিক অভিযান’ আফ্রিকার জঙ্গীদের জন্য বড় ধরনের আঘাত হেনেছে বলেও মন্তব্য তার। দ্রুকদেল আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেবের (একিউআইএম) প্রধান ছাড়াও জঙ্গীগোষ্ঠীটির সাহেল অঞ্চলে ক্রিয়াশীল শাখা জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিনেরও (জেএনআইএম) দায়িত্বে ছিলেন। -বিবিসি
×