ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশে দেশে বর্ণবাদবিরোধী বিক্ষোভ

প্রকাশিত: ২১:২৫, ৭ জুন ২০২০

দেশে দেশে বর্ণবাদবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকে ঘিরে জ্বলে ওঠা ক্ষোভের আগুন থেকে বর্ণবাদের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভে ফুঁসে উঠেছে বিশ্বের মানুষ। শুক্রবার বিভিন্ন দেশে করোনাভাইরাস সতর্কতা উপেক্ষা করে মানুষ রাস্তায় নেমে এসেছে। নিজ নিজ দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের প্রতিবাদ জানিয়েছে তারা। এদিন সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে জার্মানিতে। ফ্রাঙ্কফুর্ট এবং হামবুর্গে বিক্ষোভে জড়ো হয় ১০ হাজারের বেশি মানুষ। হাত তুলে, ব্যানার উড়িয়ে বিক্ষোভ করেছে তারা। ব্যানারে লেখা ছিল: ‘তোমার যন্ত্রণা, আমারও যন্ত্রণা; তোমার লড়াই, আমারও লড়াই’ স্লোগান। অনেকের মুখেই ছিল মাস্ক। লন্ডনের ট্রাফালগারস্কয়ারে বিক্ষোভকারীরা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার্স’ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এক হাঁটু গেঁড়ে বসে প্রতিবাদ জানায়। অস্ট্রেলিয়ায় বিক্ষোভকারীরা ক্যানবেরার পার্লামেন্ট ভবন অভিমুখে পদযাত্রা করেছে। সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে সেই বিক্ষোভের দৃশ্য। কর্তৃপক্ষ করোনাভাইরাসের কারণে এ পদযাত্রা রুখে দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। অস্ট্রেলিয়ায় আদিবাসীদের ওপর নিপীড়ন নিয়ে অসন্তোষ আছে। বিক্ষোভকারীরা পুলিশ কাস্টডিতে আদিবাসী মৃত্যুর প্রতিবাদ জানিয়েছে। পাশপাশি যুক্তরাষ্ট্রে ফ্লয়েড হত্যা নিয়ে বিক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। ওদিকে, নরওয়েতেও করোনাভাইরাস ঠেকাতে বড় ধরনের জনসমাগমের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। -এএফপি
×