ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৯১ শতাংশ ভারতীয় চীনা পণ্য বর্জনের পক্ষে

প্রকাশিত: ২১:২৪, ৭ জুন ২০২০

৯১ শতাংশ ভারতীয় চীনা পণ্য বর্জনের পক্ষে

লাদাখ সীমান্ত নিয়ে সম্প্রতি উত্তেজনা চরমে পৌঁছেছে চীন ও ভারতের মধ্যে। যুদ্ধের জন্য প্রস্তুত দু’দেশই, যদিও আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে। তবে এমন পরিস্থিতির বিরূপ প্রভাব পড়েছে মানুষের মনে। চীন সম্পর্কে ভারতীয়দের কী ধারণা তা জানতে সম্প্রতি নিউজ-১৮ নেটওয়ার্কের পক্ষ থেকে একটি জরিপ চালানো হয়েছে। গত চারদিন ধরে ১৬টি ওয়েবসাইট এবং ১৩টি ভাষায় পোলের মাধ্যমে ভারতীয়দের জনমত সংগ্রহ করেছে তারা। এ জরিপের চূড়ান্ত ফলে দেখা গেছে, অংশগ্রহণকারীদের বেশিরভাগই চীনবিরোধী মতামত দিয়েছে। জরিপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (৯২ শতাংশ) ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে (৮ শতাংশ) মধ্যে একজনকে পছন্দ করতে বলা হয়েছিল। সেখানে বিপুল ভোটে জিতেছেন ট্রাম্প। তার পক্ষে ৯২ শতাংশ ভারতীয়, জিনপিংয়ের পক্ষে বাকি আট শতাংশ। মালায়ালি, উর্দু, মারাঠি এবং ওড়িয়া ভাষার মানুষদের মধ্যে ট্রাম্পের সমর্থন আরও বেশি, প্রায় ৯৮ শতাংশ ? বিশ্বশক্তি হিসেবে চীনের বিষয়ে ভারতের অবস্থান কী হওয়া উচিত? এর জবাবে অধিকাংশ ভারতীয়ই মনে করেন, চীনাদের বিরুদ্ধেই থাকা ভাল ভারতের। ৫১ শতাংশ তামিল ও ৫২ শতাংশ পাঞ্জাবী মনে করেন, ভারতের কোন পক্ষেই যাওয়া উচিত নয়। ৯৪ শতাংশ ভারতীয় মনে করেন, চীন বিশ্বাস করার মতো দেশ নয়। ৯১ শতাংশ ভারতীয় মনে করেন, সবার চীনা পণ্য ও অন্য সেবাগুলো যত তাড়াতাড়ি সম্ভব বর্জন করা উচিত। মাত্র ৪ শতাংশ ভারতীয় এখনও চীনা পণ্য ব্যবহারের পক্ষে নয়। কারণ চীনের বেশিরভাগ জিনিসই সস্তায় পাওয়া যায়। আরেকটি বিষয়ে একমত প্রায় সব ভারতীয়ই। সেটা হলো, পাকিস্তানের বড় সমর্থক হওয়ায় চীন কখনও ভারতের বন্ধু হতে পারে না। - জিনিউজ
×