ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তারকা সমৃদ্ধ ইউজিবি

প্রকাশিত: ২১:১৫, ৭ জুন ২০২০

তারকা সমৃদ্ধ ইউজিবি

সংস্কৃতি ডেস্ক ॥ করোনা সঙ্কটে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বি. খন্দকার ও তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন ‘ইউনাইটেড গ্রুপ অফ বাংলাদেশ’ (ইউজিবি)। সুদূর অস্ট্রেলিয়া থেকেও নিজের দেশের মানুষের জন্য কাজ করে চলেছেন নিজের উপার্জিত অর্থ দিয়ে। এই সংস্থাটি এখন বাংলাদেশেও কাজ শুরু করেছে। বাংলাদেশের অনেক তারকাও যুক্ত হয়েছেন। ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ফ্যাশন মডেল- কোরিওগ্রাফার বুলবুল টুম্পা। এরপর যুক্ত হয়েছেন চিত্র নায়িকা পপি। এবার ইন্টান্যাশনালি আরও কিছু তারকা যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বি. খন্দকার। তিনি বলেন, করোনা সঙ্কটে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েও কাজ করেছে ইউজিবি। গত ১ মে হতে ইউজিবি দশ হাজার লোকের ইফতারি, দুই হাজার পরিবারকে ত্রাণ এবং পাঁচশ’ ছিন্নমূল মানুষের জন্য ঈদ উপহারসহ নগদ অর্থ প্রদান করেছি। করোনাভাইরাস সংক্রমণের সময় অস্ট্রেলিয়াতে বেড়াতে যাওয়া অনেক বাংলাদেশী এবং বাংলাদেশে থাকা অনেক অস্ট্রেলিয়ান বাংলাদেশী নাগরিক যখন আটকে পড়েছিলেন। অস্ট্রেলিয়ায় লকডাউন, কড়া আইন এসবের ভিতরে বেড়াতে যাওয়া বাংলাদেশীরা যখন অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিলেন তখনও তাদের পাশে দাঁড়ায়েছিলাম। শুরুতে আমি একা থাকলেও অনেকে এখন আমার সঙ্গে সংযুক্ত হচ্ছেন। ইতোমধ্যে বাংলাদেশের তারকাও এর সঙ্গে কাজ করছেন। আমার ইন্টারন্যাশনালিও কিছু তারকার সঙ্গে কথা হয়েছে যারা অচিরেই ইউজিবির সঙ্গে যুক্ত হবেন। পুরোপুরি চুক্তি হয়নি বলে নাম এখনও প্রকাশ করছি না। তবে অচিরেই আমরা আনুষ্ঠানিকভাবে জানাব। শুধু তাই নয়; বাংলাদেশের অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ীও ইউজিবির সঙ্গে কাজ করছেন। উল্লেখ্য, মানবতার এই ফেরিওয়ালা মানুষের সেবা করার জন্য সম্প্রতি নিজের প্রিয় মডেলের গাড়িটিও বিক্রি করে দিয়েছেন তিনি। গাড়ির মূল্য বাংলা টাকায় প্রায় দুই কোটি।
×