ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিভার ক্লিনিকে রোগীর সংখ্যা সাড়ে ১৫ হাজার ছাড়াল

প্রকাশিত: ২১:১২, ৭ জুন ২০২০

ফিভার ক্লিনিকে রোগীর সংখ্যা সাড়ে ১৫ হাজার ছাড়াল

জনকণ্ঠ ডেস্ক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বেতার ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে শনাক্তের জন্য স্যাম্পল সংগ্রহের সংখ্যা সাড়ে ১৬ হাজার ছাড়িয়েছে। গত ১ এপ্রিল একই ভবনে স্থাপিত করোনা ল্যাবরেটরিতে শনিবারের ৪৯০ জনসহ এ পর্যন্ত ১৬ হাজার ৬২২ রোগীর স্যাম্পল শনাক্তের জন্য সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে একই ভবনের প্রথমতলায় স্থাপিত ফিভার ক্লিনিকে শনিবার ৩৫৩ সহ এ পর্যন্ত ১৫ হাজার ৫৮৬ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গত ২১ মার্চ এই ফিভার ক্লিনিক চালু করা হয়। খবর বিজ্ঞপ্তির। বিএসএমএমইউ কর্তৃপক্ষের উদ্যোগে রোগীদের সুবিধার্থে হেল্প লাইন, বিশ^বিদ্যালয়ের বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ ইতোমধ্যে চালু করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
×