ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা রোধে শীঘ্রই কার্ফু জারির দাবি অলির

প্রকাশিত: ২১:১১, ৭ জুন ২০২০

করোনা রোধে শীঘ্রই কার্ফু জারির দাবি অলির

স্টাফ রিপোর্টার ॥ সরকারের ভুল সিদ্ধান্তের কারণে দেশে করোনাভাইরাসের চাষাবাদ হয়েছে মন্তব্য করে শীঘ্রই কার্ফু জারি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি সভাপতি ও বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা অলি আহমদ। শনিবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সরকার ‘ব্যর্থ’ হয়েছে বলে সমালোচনা করেন সাবেক এই সেনা কর্মকর্তা। অলি আহমদ বলেন, সরকার একাধিকবার ছুটি ঘোষণা ও ছুটি বাতিল করার ফলে জনগণ সমগ্র দেশে একাধিকবার বিনা বাধায় ভ্রমণ করার সুযোগ পেয়েছে। শ্রমিকরা একাধিকবার নিজ নিজ গ্রামে আসা-যাওয়ার ফলে পক্ষান্তরে সরকারের ভুল সিদ্ধান্তের কারণে সমগ্র দেশে করোনাভাইরাস চাষাবাদ হয়েছে। প্রাথমিক পর্যায়ে যদি জরুরী অবস্থা অথবা কার্ফু জারি করা হতো তাহলে করোনাভাইরাস কখনও বর্তমান পর্যায়ে পৌঁছাত না। এখনও সময় আছে কঠোরভাবে স্বল্প সময়ের জন্য হলেও কার্ফু দিয়ে করোনা বিস্তার রোধ করা অত্যন্ত জরুরী বলে আমি মনে করি। তিনি বলেন, কার্ফু অথবা জরুরী অবস্থা ঘোষণার জন্য সরকারকে একাধিকবার অনুরোধ করেছি। তারা আমার সে পরামর্শগুলোতে কর্ণপাত করেনি। যার ফলে আজ সমগ্র দেশে করোনা বিস্তৃতি লাভ করেছে। করোনাভাইরাস সংক্রমিত রোগীদের হাসপাতালে ভর্তি নিয়ে দুর্ভোগে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রোগীকে নিয়ে পরিবারের সদস্যদের একাধিক হাসপাতালে ছুটাছুটি করতে হচ্ছে। আশা করি, সরকার সমস্যাগুলো উপলব্ধি করবেন। বড় বড় শহর ও জেলা-উপজেলাতে রোগীরা কোন জায়গা গেলে চিকিৎসা পাবেন-এই তথ্য প্রতিনিয়ত টেলিভিশনের মাধ্যমে জনগণকে অবহিত করা উচিত বলেও মনে করেন সাবেক এই বিএনপি নেতা।
×