ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে স্বাস্থ্য বিধি না মেনে চলছে পশুর হাট

প্রকাশিত: ১৭:৫৭, ৬ জুন ২০২০

বাগেরহাটে স্বাস্থ্য বিধি না মেনে চলছে পশুর হাট

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মেনে হাকডাক দিয়েই চলছে পশুরহাট। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ক্রয় বিক্রয়ে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। হাটে আগতদের চলাফেরা ও আচার আচরণ দেখে মনে হয় করোনা কিছুই না। স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব সম্পর্কে তাদের যেন কোন ধারণা নেই। সরকারের জারি করা স্বাস্থ্য বিধি মানার কোন প্রয়োজন নেই। বেতাগা ফকিরহাট উপজেলার সব থেকে বড় পশুরহাট। সপ্তাহে দুইদিন শুক্রবার ও সোমবার এই হাট বসে। দূরদূরান্ত থেকে এই হাটে মানুষ আসে পশু ক্রয়-বিক্রয় করতে। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ পারভীন বলেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে হাট বাজার চালু করতে মাইকিংসহ সব ধরণের প্রচারণা চালানো হয়েছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মানতে ভ্রাম্যমান আদালতের অভিযান অভ্যাহত রয়েছে। বেতাগা পশুর হাটের বিষয়টি আমার জানা নেই।তবে যদি সামাজিক দূরত্ব না মানা হয় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। পরবর্তী হাটের দিন সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাট পরিদর্শণের কথা বলেন তিনি।
×