ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাঁঠালিয়ায় ত্রাণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৭:৫৫, ৬ জুন ২০২০

কাঁঠালিয়ায় ত্রাণের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির কাঁঠালিয়ায় করোনায় দুর্বিষহ অবস্থার মধ্যে থাকা মুনাষ ত্রাণের দাবিতে মাবববন্ধন করেছে। আজ শনিবার সকালে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আওড়াবুনিয়া-জাঙ্গালিয়া সড়কের দুই পাশে দাঁড়িয়ে ত্রাণ বঞ্চিত শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ত্রাণ বঞ্চিত জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা আব্দুল জলিল হাওলাদার, আনোয়ারা বেগম, আবুল মীরসহ অরো অনেকে। বক্তারা অভিযোগ করেন, করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হলেও আজ পর্যন্ত তাঁরা সরকারি কোন ত্রাণ পায়নি। এমনকি ঘূর্ণিঝড় আমফানেও তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তাদের ভাগ্যে জোটেনি কোন সহায়তা। এ অবস্থায় জেলা প্রশাসনের কাছে সরকারি ত্রাণে দাবি জানিয়েন অসহায় এসব মানুষ। ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিটন নকীব অভিযোগ অস্বীকার করে জানান, সরকারি সহায়তার পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবেও এলাকায় অনেকে ত্রাণ দিয়েছেন। এটা লোক দেখানো মানববন্ধন, প্রকৃত যারা অসহায় তাদের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
×