ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা উপসর্গ নিয়ে সীতাকুণ্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ১৩:৩৮, ৬ জুন ২০২০

করোনা উপসর্গ নিয়ে সীতাকুণ্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে করোনা উপসর্গ নিয়ে মো.একরামুল ইসলাম (৪৭) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি সীতাকুণ্ড মডেল থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিল এবং সেই সুবাধে পৌরসদর উত্তর বাইপাস ভূইয়া টাওয়ারে একটি প্লাটে একা ভাড়া বাসায় থাকতেন। নিহত এস.আই কুমিল্লা জেলার লাকসাম থানার আউশপাড়া কাঁঠালিয়া এলাকার মৃত শামসুল আলমের পুত্র এবং উনি তিন পুত্র সন্তানের জনক। শনিবার সকালে অসুস্থ অবস্থায় একরামকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। জানা যায়,গত পহেলা জুন তারিখে গায়ে জ্বর ও হালকা শারীরিক অসুস্থতা বোধ করায় থানায় না এসে ওসি‘কে বিষয়টি ফোনে জানান এবং বাসায় চিকিৎসা সেবা নেন। শুক্রবার রাত সাড়ে ১১টার সময় ফের ওসিকে ফোন দিয়ে জানানা তার গায়ে জ্বর কম, তবে শ্বাসকষ্টটা বেড়ে গেছে। আজ সকালে একরামকে একাধিকবার ফোন দিয়েও ফোন রিসিভ না করায় অন্য পুলিশদের বাসায় পাঠায় এবং সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখে একরাম মুখে ফেনা বের হওয়া অবস্থায় বিছানায় পড়ে আছে। পরে সেখান থেকে তাকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো.নুর উদ্দিন বলেন, ‘নিহত পুলিশ কর্মকর্তার করোনা উপসর্গ ছিল কিনা জানি না। তবে উনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তারপরও আমরা নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছি।’ উল্লেখ্য,গত শুক্রবার রাতে সীতাকুণ্ড মডেল থানার ওসি(ইন্টেলিজেন্ট) সুমন বনিক ও থানার এক গাড়ী চালকের করোনা পজিটিভ আসে। এছাড়াও থানার উর্দ্ধতন কর্মকর্তাসহ কয়েক পুলিশ সদস্য অসুস্থ রয়েছেন।
×