ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে হবিগঞ্জে ৩ জন নিহত

প্রকাশিত: ১৩:২৫, ৬ জুন ২০২০

বজ্রপাতে হবিগঞ্জে ৩ জন নিহত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ বজ্রপাতে হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৩ জন। আজ শনিবার সকালে আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন রনিয়া গ্রামে একসাথে ৫ জন মিলে মাছ শিকার করতে নদীতে যান। এ সময় বজ্রপাতে রনিয়া গ্রামে মৃত মালিক মিয়ার ছেলে মারফত আলী (১৭) ও আবেদ আলীর ছেলে রবিন মিয়া (১৭) মারা যায়। আহত হয় একই গ্রামের মৃত মোঃ মন্নর আলী মিয়ার ছেলে মাহাবুর মিয়া (১৩), মফিজ মিয়ার ছেলে পলাশ মিয়া (১৫), ইছাক মিয়ার ছেলে আলামিন মিয়া(১৮)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সরকারীভাবে নিহত ও আহতদের পরিবার অনুদান পাবে। একই সময়ে নদীতে মাছ শিকার করতে গেলে বজ্রপাতে মারা যায় জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে আছকির মিয়া(৫৫)। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তাৎক্ষণিক নিহতের খোঁজ খবর নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে সরকারীভাবে আর্থিক অনুদান প্রদান করা হবে।
×