ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনার কারণে অনলাইনে আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

প্রকাশিত: ১৩:১৩, ৬ জুন ২০২০

করোনার কারণে অনলাইনে আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

অনলাইন ডেস্ক ॥ শনিবার থেকে শুরু হচ্ছে দ্বাদশ আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF)। চলমান করোনাভাইরাস মহামারির কারণে এ বছর সম্পূর্ণ উৎসবটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (DUFS) আয়োজিত এই উৎসবের দ্বাদশ আয়োজনের সহযোগিতায় রয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR)। ৬-৭ জুন উৎসবের উদ্বোধনী উৎসবটি দর্শকরা বিনামূল্যে উৎসবের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সরাসরি উপভোগ করতে পারবেন। দু’দিন ব্যাপী উৎসবের থাকছে- জুন ৬, ২০২০ বিকেল ৫টা – একাদশ আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের দর্শকপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সন্ধ্যা ৭টা – নবম ও দশম আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের দর্শকপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সন্ধ্যা ৮. ৩০ – বিগত বছরগুলোর ‘তারেক মাসুদ বেস্ট এমার্জিং ডিরেক্টর’ পুরষ্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জুন ৭, ২০২০ বিকেল ৫টা– অ্যালামনাই শোকেস: তরুণ নির্মাতা রাম কৃষ্ণ সাহা ও শরিফুল অনিক নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিকেল ৭টা – বিগত বছরগুলোর ‘জহির রায়হান বেস্ট শর্ট’ পুরষ্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রাত ৯টা- চলচ্চিত্র আড্ডা: IIUSFF Talks। চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতির সঙ্গে আড্ডায় থাকবেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দ্বাদশ আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের (IIUSFF) সম্পূর্ণ আয়োজন উপভোগ করতে লগ ইন করুন- ফেসবুক: https://www.facebook.com/iiusff/ ইউটিউব: https://www.youtube.com/channel/UCFf0tjZF5Ef41ObfJLDu0bw. বিস্তারিত জানতে- https://www.facebook.com/events/291264041910673/
×