ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে দুইদিনে উপজেলা চেয়ারম্যানসহ ১৩ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১২:৩৪, ৬ জুন ২০২০

মির্জাপুরে দুইদিনে উপজেলা চেয়ারম্যানসহ ১৩ জন করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে দুইদিনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুসহ নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মির্জাপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে। আজ শনিবার বেলা সাড়ে এগারটার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত ১৩ জনসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৪৫ জনের নমুনা সংগ্রহ করে গত ২৯ মে ও ১ জুন পরীক্ষার জন্য ঢাকা আইপিএইচ ল্যাবে পাঠান। এতে শুক্রবার মা ও মেয়েসহ ৫ জন এবং শনিবার মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুসহ ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর পায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের বাড়ি উপজেলার গোড়াই, রাজাবাড়ি, বাইমহাটী, পুষ্টকামুরী, শেওড়াতৈল, পাহাড়পুর, আমরাইল ও উফুলকী গ্রামে। এছাড়া আক্রান্তদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মীর চঞ্চল মাহমুদ, সাভার সাবরেজিস্টার অফিসের একজন নকলনবীশ ও ছুটিতে থাকা কুমুদিনী হাসপাতালের একজন ব্রাদার নার্সও রয়েছে। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক জানান, শুক্রবার আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে এবং আজ শনিবার যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি লকডাউন করা হবে।
×