ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৮ উপজেলায় ২৫১ ইউনিয়নে কোভিড-১৯ রেসপন্স কার্যক্রম শুরু

প্রকাশিত: ০০:২৫, ৬ জুন ২০২০

১৮ উপজেলায় ২৫১ ইউনিয়নে কোভিড-১৯ রেসপন্স কার্যক্রম শুরু

জনকণ্ঠ ডেস্ক ॥ সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এবং ডেনমার্ক সরকারের সহায়তায় ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) অধীন এফিশিয়েন্ট এ্যান্ড এ্যাকাউন্টেবল লোকাল গবর্নমেন্ট (ইএএলজি) প্রকল্পটির কার্যক্রম পুনর্বিন্যাস এবং শুক্রবার এক ভার্চুয়াল মিটিংয়ের মধ্য দিয়ে ১৮ উপজেলার ২৫১ ইউনিয়নে কোভিড-১৯ রেসপন্স কার্যক্রম শুরু করা হয়েছে। খবর বাসসর। স্থানীয় সরকার বিভাগ পরিচালিত ইএএলজি প্রকল্পটি স্থানীয় সরকারের সক্ষমতা জোরদার করতে ২০১৮ সাল থেকে খুলনা, চাঁদপুর, ফরিদপুর, পটুয়াখালী, রংপুর, রাজশাহী, নেত্রকোনা, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলার ১৮ উপজেলায় কাজ করছে। ইউএনডিপি শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। মহামারী চলাকালীন প্রকল্পটির বাজেট পুনর্বিন্যাস করা হয়েছে এবং কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস, সাবান সরবরাহ এবং হাত ধোয়ার সুবিধাদি স্থাপন করে পাঁচ লাখ মানুষকে সুবিধা প্রদান করবে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ কর্মসূচী উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে অনলাইন অনুুষ্ঠানে যোগ দেন।
×