ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশীয় আলিবাবা হতে চায় সদাগর ডট কম

প্রকাশিত: ২১:০৫, ৬ জুন ২০২০

দেশীয় আলিবাবা হতে চায় সদাগর ডট কম

আইটি ডটকম প্রতিবেদক ॥ দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার চরমভাবে সম্প্রসারণ হবে, ছোট ও মাঝারি উৎপাদনকারীদের ব্যবসা নিজেদের গ-ি পেরিয়ে প্রসার ঘটবে সারাদেশে, গ্রামীণ এবং নগর অর্থনীতির সেতুবন্ধনের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা আরও বেশি সচল হবে, কর্পোরেট অফিস বা ফ্যাক্টরিগুলোর প্রকিউরমেন্টের ঝামেলা কমে যাবে- সময়টা হবে আরও প্রডাক্টিভ, প্রান্তিক কৃষক পাবেন সঠিক মূল্য আর গ্রাহক পণ্য পাবেন সুলভ মূল্যে, পণ্যের সোর্সিং হবে সহজ, বাঁচবে সময়, কমবে যাতায়াত খরচ ও কষ্ট, নতুন ব্যবসা শুরু করার চ্যালেঞ্জ হবে কম। আর এসব স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগের নাম সওদাগর ডটকম। সর্বোপরি একটি যুগোপযোগী বিজনেস টু বিজনেস হোলসেল মারকেটপ্লেস বানানোর স্বপ্ন দেখেন আরিফ চৌধুরী, কিছুদূর একা পথ চলার পর দেখা হয় সমমনা ও আরেক স্বপ্নবাজ জাহিদ শাহর সঙ্গে। এরপর থেকে ংযড়ফধমড়ৎ. পড়স নিয়ে দুইজনের একসঙ্গে পথচলা। এই স্বপ্নবাজ তরুণদের একজন আরিফ চৌধুরী জনকণ্ঠের প্রতিনিধিকে জানান যে, ংযড়ফধমড়ৎ. পড়স জাস্ট একটা ই-কমার্স ওয়েবসাইট নয়, এটা একটা নতুন ধরনের পরিবর্তিত বিজনেস মডেল, নতুন ধারার উদ্যোক্তা তৈরির কারখানা, লসে ডুবে যাওয়া ব্যবসায়ীর আশার আলো, লাস্ট ট্রাই, কই পাওয়া যায় প্রশ্নের উত্তর। তিনি আর বলেন, আমি চাই সওদাগর ডটকম হবে বাংলাদেশী গ্লোবাল কোম্পানি। সবাই যখন আলিবাবা, আমাজন দেশে আসার অপেক্ষায় ছিল, আমি তখন দেশীয় আলিবাবা বানানোর স্বপ্নের জাল বুনি, অনেকেই বলেছিল আলিবাবা আসছে- মানুষ কেন সওদাগর থেকে বেচা-কেনা করবে? আজ এই প্রশ্নের উত্তর দেই- আসলে আলিবাবার বিজনেস মডেল আর সদাগরের বিজনেস মডেল আলাদা, আলিবাবার প্রধান ফোকাস চাইনিজ পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, সওদাগরের ফোকাস বাংলাদেশী পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ। এ রকম আরও অনেক কারণ আছে, যে জন্য বেশ কিছু দেশী-বিদেশী ব্যবসায়ীরা সওদাগরের সার্ভিস নেবে। ইনশাআল্লাহ সওদাগর ডটকম একদিন পৃথিবীর বুকে গ্লোবাল বি২বি ই-কমার্স হিসেবে প্রতিষ্ঠা পাবে। সওদাগর ডটকমের অন্য উদ্যোক্তা জাহিদ শাহ জনকণ্ঠকে জানান যে, সওদাগরের স্বপ্ন বাস্তবায়নে দেশের মানুষের কর্মদক্ষতা ও প্রযুক্তি এডাপশন ক্যাপাবিলিটি বিবেচনায় রেখে আমরা নিয়েছি কিছু ভিন্ন কৌশল (যেহেতু দেশীয় ব্যবসার সম্প্রসারণ আমাদের প্রধান লক্ষ্য)। তার একটির কথা আজ বলব- সেটি হলো ট্রেড সেন্টার মডেল। এই মডেলের মাধ্যমে একজন গ্রামিন উৎপাদনকারি যে কিনা স্মার্ট ফোনও ব্যবহার করতে জানেনা সেও এই ডিজিটাল কমার্স এর সেবা থেকে বঞ্চিত হবে না। এছাড়া আরো অনেক মডেল আমরা ভবিষ্যতে দেশের মানুষের সাথে পরিচয় করাবো। তিনি আরো বলেন এই করোনার মহামারীতেও আমাদের এই মডেলের মাধ্যমে সারা দেশে বিভিন্ন জরুরী পণ্যের সরবরাহ সেবা অব্যাহত রাখতে পেরেছি, কিছু ব্যবসায়ীর ব্যবসা সচল রাখতে পেরেছি আমরা। আমি আশা করি একদিন সওদাগর কম এর মাধ্যমে সারা পৃথিবিতে ছড়িয়ে পড়বে দেশীয় পণ্য, আবারও আলো দেখবে হারিয়ে যাওয়া অনেক শিল্প। ংযড়ফধমড়ৎ. পড়স একটি অনলাইন হোলসেল মার্কেটপ্লেস; যা প্রস্তুতকারক, উৎপাদনকারী ও আমদানিকারকদের পণ্যের জন্য নতুন বাজার সম্প্রসারণ করে নতুন হাজারো ক্রেতা খুঁজে আনবে, ব্যবসার পরিধি বাড়াবে এবং বাজারজাতকরণের খরচ কমিয়ে আনবে, পাবে ন্যায্য মূল্য। ছোট, মাঝারি, বড়- সব ধরনের দেশীয় প্রস্তুতকারক, উৎপাদক, আমদানিকারক এবং পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান যারা আছেন; তারা এই অনলাইনভিত্তিক পাইকারি বাজার সওদাগর কমের সঙ্গে যুক্ত হয়ে খুব সহজেই সারাদেশে ছড়িয়ে দিতে পারবেন নিজেদের পণ্য ও সেবা। উদ্যোক্তাদের যে সহযোগিতা দিচ্ছে সওদাগর ডট কম ॥ পাইকারি ক্রেতা ও বিক্রেতাদের প্রশিক্ষণ দেয়া, নতুন ক্রেতা-বিক্রেতা তৈরি করা, পণ্যের কেনাবেচায় সহযোগিতা করা, পণ্যের ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং এবং সেলস, দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ সহজ করে থাকে সদাগর ডটকম। নতুনরা যেভাবে সদাগর ডট কমের সঙ্গে সম্পৃক্ত হতে পারে ॥www.shodagor.com/become-a-seller/ এই লিঙ্কে গিয়ে হোলসেলার হিসেবে রেজিস্টার করতে হবে। তারপর কাস্টমার কেয়ার থেকে কল করে একটি অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে পরবর্তী কার্যক্রম তারা করতে পারবে। আর যারা পন্যের সোর্সিং নিয়ে চিন্তিত, তারা ংযড়ফধমড়ৎ. পড়স সাইটে গিয়ে ক্যাটাগরি ওয়াইজ পণ্য খুঁজতে পারবেন অথবা আরএফকিউএর মাধ্যমে কোটেশন পেতে পারবেন।
×