ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিনেমাতেও ভর্তুকি দিতে হবে : মিশা

প্রকাশিত: ২০:৫৮, ৬ জুন ২০২০

সিনেমাতেও ভর্তুকি দিতে হবে : মিশা

বাংলা চলচ্চিত্রের ওপর ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে এসেছে করোনাভাইরাস। এরজন্য প্রায় আড়াই মাস ধরে বন্ধ সিনেমা হল, শূটিং বন্ধ। করোনা পরবর্তী সময়ে দেশের চলচ্চিত্র নিয়ে আশঙ্কায় আছেন সংশ্লিষ্টরা। সরকার পদক্ষেপ না নিলে এরমধ্যে বড় আশঙ্কা, করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া দেশের অধিকাংশ হল ভবিষ্যতে আর নাও খুলতে পারে! এমন অবস্থায় সবচেয়ে শঙ্কায় চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা। নির্মাতা, কলাকুশলী থেকে শুরু করে অভিনেতারাও অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন! তবে এরমধ্যে সহজ কথায় কিছু পদক্ষেপের কথা বললেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর। তিনি মনে করেন, সরকারীভাবে ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা যদি এ পদক্ষেপগুলো নিতে পারেন তাহলে হয়ত দেশের চলচ্চিত্র নিয়ে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। সরকারকে ১০০ সিনেমা হল রেনোভেশন করতে হবে। এসব হল থেকে আগামী ৩ বছর কোনরকম কর নেয়া যাবে না। আমরা সাবসিডি দিয়ে যাচ্ছি হা-ডু-ডু, ফুটবলসহ অন্যান্য খেলায়। অলিম্পিকে আমরা কোনদিন কিচ্ছু পাইনি, সরকার তাও ভর্তুকি দিচ্ছে। আমাদের সিনেমাতেও সরকারকে ভর্তুকি দিতে হবে।
×