ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তিন নির্মাতার নির্মাণে চলচ্চিত্র

প্রকাশিত: ২০:৫৭, ৬ জুন ২০২০

তিন নির্মাতার নির্মাণে চলচ্চিত্র

সংস্কৃতি অঙ্গন ॥ এই করোনাময় সময়েও ‘ত্রিভুজ’ নামের একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা। তিন নির্মাতা হলেন সৈকত নাসির, দীপঙ্কর দীপন ও অনন্য মামুন। শূটিং শুরু হবে আগামী সপ্তাহে। পবিত্র ঈদ-উল আজহায় ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা সৈকত নাসির। তবে গল্প চূড়ান্ত হলেও এখনও অভিনয়শিল্পী কারা থাকবেন সে বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি। সৈকত নাসির জানান, তিন পরিবারের তিনটি গল্প নিয়ে ছবির কাহিনী এগিয়ে যাবে। তিনটি গল্পের একটা যোগসূত্র থাকবে। আমরা কিছুদিন ধরে এই প্রজেক্ট নিয়ে ভাবছিলাম। ফাইনালি লক করতে পেরেছি। আমরা তিনজনই আমাদের মতো করে কাজ করেছি। এবার তিনজনের মেধা একটা ছবির পেছনে কাজে লাগবে।’ অনলাইনে মিটিং করে ছবির নাম ‘ত্রিভুজ’ চূড়ান্ত করা হয়েছে বলে জানান অনন্য মামুন। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান সেলিব্রিটি প্রোডাকশন। অনন্য মামুন বলেন, ‘আমরা করোনার এই সময়ের গল্পই বলব। করোনার সময়ে মানুষের জীবনে কী পরিবর্তন হয়েছে। সামনে কী হতে পারে। আমরা যা কিছু দেখেছি, সামনে যা কিছু দেখার সম্ভাবনা আছে তাই তুলে ধরার চেষ্টা করব।’ দীপঙ্কর দীপন জানান, বর্তমান সময়ের গল্পের ছবি হবে এটি। তবে পুরোপুরি করোনাভাইরাসের ছবি নয়। করোনার আগে মানুষের জীবন আর বর্তমান সময়ের মানুষের জীবনকে ধরে এই ছবি।’ তিনজন আলাদা তিনটি গল্প বলবেন না। একটি গল্পই তিনজন পরিচালনা করবেন। শূটিংয়ের ক্ষেত্রেও তিনজনে মিলে ঠিক করে নেবেন কে কোন দৃশ্যগুলো শূট করার দায়িত্ব নেবে। ছবিতে গান থাকবে। ছবিটি ঈদ-উল-আজহায় সিনেপ্লেক্স ও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অন্যদিকে বিকল্প মাধ্যম হিসেবে ঈদে এ্যাপসে মুক্তি দেয়া হবে ছবিটি।
×