ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অঙ্কনের ‘ভালোবাসা ভালো রবে না’

প্রকাশিত: ২০:৫৬, ৬ জুন ২০২০

অঙ্কনের ‘ভালোবাসা ভালো রবে না’

স্টাফ রিপোর্টার ॥ যে ভালোবাসায় মুখের কথা আর বুকের কথা এক হবে না সেখানে ভালোবাসা ভালো থাকে না। কেননা ভালোবাসা বাঁচে বিশ্বাস আর আস্থায়। যখনই মুখের কথা আর বুকের কথা এক হবে না তখনই বিশ্বাস আর আস্থায় ধরবে ফাটল। ভালোবাসাও আর ভালো থাকবে না। জীবনের চরম এ সত্য কথাটিকে নিয়ে এবার গান গাইলেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী অনন্যা ইয়াসমিন অঙ্কন। সম্প্রতি তার ‘চেংরা বন্ধুয়ারে’ গানটি বেশ আলোড়ন তৈরি করেছে। আসাদ সরকারের কথা ও সুরে ‘ভালোবাসা ভালো রবে না’ শিরোনামে গানটির স্টুডিও ভার্সন রিলিজ হবে আজ রাত ১০টায়। জনপ্রিয় ইউটিউব চ্যানেল গাও গেরাম গানটি রিলিজ করবে। গানটির মিউজিক করেছেন অভিজিৎ জিতু। করোনাকাল কাটলে গানটি মিউজিক্যাল ফিল্ম হিসেবে রিলিজ করবে গাওগেরাম। অঙ্কন গানটি সম্পর্কে বলেন, এ বছর প্রায় ১০টি নতুন গান নিয়ে আসছি আমি। ‘ভালোবাসা ভালো রবে না’ তার অন্যতম একটি গান। আসাদ সরকারের কথা ও সুরে আরও একটি গান করছি আমি। দুটো গানই মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আমি খুব আশাবাদী। গানটির গীতিকার ও সুরকার আসাদ সরকার বলেন-অঙ্কন তার প্রত্যেকটি গান যে পরিমাণ যত্ন সহকারে করে তাতে আমি শুধু আমার গান নিয়ে নয় বরং তার ভবিষ্যত নিয়েও খুব আশাবাদী। অনেক শিল্পীকেই শুধু নিষ্ঠার অভাবে হারিয়ে যেতে দেখছি আমরা। অঙ্কন তার ব্যতিক্রম।
×