ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে আরও ৫৬ জনের করোনা, জেলায় ৯০৯

প্রকাশিত: ১৯:৩০, ৫ জুন ২০২০

মুন্সীগঞ্জে আরও ৫৬ জনের করোনা, জেলায় ৯০৯

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে শুক্রবার নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় ৯০৯ জনের করোনা শনাক্ত হলো। কারোনার নয় সেঞ্চুরীতে মুন্সীগগঞ্জ রেড জোনের দিকে ধাবিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় আরও ১৪ জন করোনা জয় করেছেন এই নিয়ে জেলায় ২৬৮ জন করোনা জয় করলেন। এপর্যন্ত মারা গেছেন ২৫ জন। সিভিল সার্জন অফিস বৃহস্পতিবার মৃতের সংখ্যা ২৩ জন দেয়ার পর শুক্রবার মাঠাপাড়ার নুরুল আমিন এবং বৈখরের আহসান উল্লাহ শিকদারের নাম করোনায় মৃতের তালিকায় সংযুক্ত করেছেন। নতুন করোনা শনাক্ত ৫৬ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৮, সিরাজদিখান উপজেলায় ১৫, টঙ্গীবাড়ি উপজেলায় ৯, গজারিয়া উপজেলায় ৯, শ্রীসগর উপজেলায় ১১ এবং লৌহজং উপজেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৪১৯, টঙ্গীবাড়িতে ৬১, সিরাচদিখানে ১৩৫, লৌহজংয়ে ১০০, শ্রীনগরে ৯৫ এবং গজারিয়ায় ৯৯ জনের করোনা শনাক্ত হলো। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, শুক্রবার প্রেরণ করা ২১০টিসহ ৫৪৩৩ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৪৮৮৮ টি। শুক্রবার সুস্থ হওয়া ১৪ জনের মধ্যে ১০ জন মুন্সীগঞ্জ সদর উপজেলার এবং ৪ জন গজারিয়া উপজেলার। সিভিল সার্জন জানান,শুক্রবার ১, ২ ও ৩ জুনের ২০০টি সোয়াবের রিপোর্ট আসে। এর মধ্যে ৬০ জনের করোনা পজেটিভ। তবে গজারিয়া উপজেলার ৪ জনের ফলোআপ পজেটিভ ছিল। গজারিয়া উপজেলায় ১৩ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে ৪ জনের আগেই করোনা শনাক্ত হয়। ফলোআপেও তাদের করোনা পজেটিভ আসে। এই চার জন বাদে তাই গজারিয়া উপজেলায় নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া শুক্রবার অন্য পাঁচ উপজেলায় ফলোআপে করোনা পজেটিভ আসেনি।
×