ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮:২৭, ৫ জুন ২০২০

দিনাজপুরে ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে শত শত বছর ধরে চলে আসা শ্রী শ্রী কান্তজীউ’র যুগল বিগ্রহের স্নানযাত্রা উৎসব যথাযথ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ শুক্রবার দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ মন্দিরে সকাল থেকে দুপুর পর্যন্ত বৈদিক মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে স্নানযাত্রা উৎসব পালিত হয়। প্রতিবছর বিপুল সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ও মেলা অনুষ্ঠিত হলেও এবছর প্রানঘাতী করোনাভাইরাসের কারণে ভক্ত-পুণ্যার্থী জমায়েত ও মেলার আয়োজন করা হয়নি। ভক্তবৃন্দের সুরক্ষায় শ্রী শ্রী কান্তজীউ যুগল বিগ্রহ এর স্নান যাত্রা উৎসব স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে সীমিত আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। মন্দিরের পুরোহিত পুলিন চক্রবর্তী বলেন, বাংলা জ্যৈষ্ঠ্য মাসের পুর্ণিমা তিথিতে শ্রী শ্রী কান্তজীউ যুগল বিগ্রহের স্নানযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে। এসময় সাত ঘাট হতে সংগ্রহ করা জল শুদ্ধিকরণ করে ১০৮টি মাটির কলসে করে সেই পূণ্য জল দিয়ে যুগল বিগ্রহকে স্নান করানো হয়। পাশাপাশি বাংলাদেশসহ বিশ্ববাসী করোনা সংক্রমন হতে মুক্তি পাওয়ার লক্ষ্যে দেবতার কাছে বিশেষ প্রার্থনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও তার সহধর্মীনি গীতা রাণী শীল, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, ওসি মনোজ কুমার, দৈনিক আজকের দেশবার্তা’র সম্পাদক চিত্ত ঘোষসহ সীমিত ভক্তবৃন্দ উপস্থিত থেকে স্নানযাত্রা উপভোগ করেন।
×