ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরিবেশ দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে গাছ উপহার দিলো আইএসবি ফাউন্ডেশন

প্রকাশিত: ১৮:১৬, ৫ জুন ২০২০

পরিবেশ দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে গাছ উপহার দিলো আইএসবি ফাউন্ডেশন

অনলাই ডেস্ক ॥ ‘সময় এখন প্রকৃতির’ স্লোগান সামনে রেখে করোনা মহামারির মধ্যে এক ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে এবারের বিশ্ব পরিবেশ দিবস। আর পরিবেশ দিবসে উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষ উপহার দিলো সামাজিক সেবায় নিবেদিত ইনিশিয়েটিভ ফর সোস্যাল বেটারমেন্ট (আইএসবি) ফাউন্ডেশন। শুক্রবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭৪ সাল থেকে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৫০টি দেশে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস ২০২০ এর প্রতিপাদ্য হচ্ছে ‘জীববৈচিত্র্য’। করোনার এই সময়ে পরিবেশ দিবসে করণীয় হিসেবে মানুষের জন্য মানবিক কাজ করা ফাউন্ডেশন উদ্যোগ নেয় পরিবেশ রক্ষায় আগামীর জন্য বৃক্ষরোপন কর্মসূচি। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের জন্য গাছ উপহার দেয় ফাউন্ডেশনের সদস্যরা। জানা গেছে সখীপুর উপজেলায় শিক্ষক সমিতির মাধ্যমে ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়ে এর বাইরেও উপজেলার কিছূ গুরুত্বপূর্ণ স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে বৃক্ষরোপণ করে দেয় বৃক্ষরোপণ আইএসবি ফাউন্ডেশনের সদস্যরা। সখীপুর পি.এম. পাইলট মডেল স্কুল এন্ড কলেজ, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং থানার কমপাউন্ডে বৃক্ষরোপণ করেন। করোনায় নিয়মাবলী মানতে মানুষের বেশি জমায়েত না করার জন্য আইএসবি ফাউন্ডেশন বাংলাদেশ শিক্ষক সমিতি, সখীপুর উপজেলা-র কাছে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের জন্য বৃক্ষ হস্তান্তর করেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক এ.বি.এম. হাবিবুল্লাহ বিপ্লব ও ফাউন্ডেশনরে অন্যান্যরা গাছগুলো তুলে দেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক- মো. ইব্রাহীম হোসেন সকল বিদ্যালয়ের পক্ষে গাছ গ্রহণ করেন। এছাড়াও এসময় বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলার ওসি- মো. আমীর হোসেন, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক-এ.কে.এম. সাইফুল্লাহ, পাইলটের প্রিন্সিপাল- কে.বি.এম. খলিলুর রহমান, আহমেদ, ডা. মুশফিকুর রহমান প্রমুখ। এসময় আইএসবি ফাউন্ডেশনের অন্যতম সদস্য স্বাস্থকমপ্লেক্স- ডা. সাকের ডা. সাকের আহমেদসহ অন্যরাও উপস্থিতি ছিলেন। পরে বিকেলে আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল- কে. বি. এম. রুহুল আমীনের উপস্থিতিতে বৃক্ষরোপন করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক এ.বি.এম. হাবিবুল্লাহ বিপ্লব বলেন, আমাদের এমন একটা সময়ে এই দিবস যখন করোনায় গোটা বিশ্ব আক্রান্ত। তবুও সীমিতভাবে স্বাস্থ্যবিধি মেনে আমাদের উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গাছ উপহার হিসেবে দিতে পেরে ভালো লাগছে। প্রকৃতি রক্ষায় আমাদের সবারই সচেষ্ট হতে হবে। আজকের রোপনকৃত বৃক্ষই আগামীতে আমাদেরেই নানাভাবে সহায়তা করে সেটা আমরা অনেকেই বুঝতে চাই না। বিপ্লব আরো বলেন, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ আছে ফলে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে যেকাহগুলো করার চিন্তা ছিল সামনের দিনে পরিস্থিতি ভালো হলে করার চেষ্টা থাকবে। তবে আমরা সচেতনভাবে যেন প্রত্যেকেই সাধ্যমতো গাছ লাগাই, প্রকৃতি বাঁচাই, নিজেদের বাঁচাই। ফাউন্ডেশনের মুখপাত্র সাদিয়া আফরিন বলেন, আমরা মানবজাতি বুঝে বা না বুঝে নিজেদের ক্ষতি নিজেরাই করছি সব থেকে বেশি। আমরাই পরিবেশ প্রকৃতি ধংস করে নিজেদের বিপদ ডেকে আনছি। আমরা চেয়েছি একটি সচেতনতা সবাইকে গাছ লাগাতে উৎসাহিত করতে। সে লক্ষ্যেই শিক্ষা প্রতিষ্ঠানে গাছ উপহার। যদি করোনা না থাকতো আমরা সকল প্রতিষ্ঠানে গিয়ে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপন করতাম। যাতে প্রতিটি শিক্ষার্থী নিজেদের বাড়িতেও কোনো কোনো গাছ লাগানোর আগ্রহ তৈরি হয়। মানুষের কল্যাণে কাজ করা আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে পরিবেশ নিয়েও সবার মধ্যে একটা সচেতনতা তৈরি উদ্যোগ নেয়ার চেষ্টা করেছি। সামনের দিনগুলোতে আমাদের দেশের সমাজের জন্য কল্যাণকর কর্মসূচি অব্যাহত থাকবে।
×