ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা মনোয়ারের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত: ১৫:৪৫, ৫ জুন ২০২০

সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা মনোয়ারের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ ॥ সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও সংঙ্গীত শিল্পী মোঃ মনোয়ার হোসেন মনির (৬৬) কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। আজ শুক্রবার জুম্মার নাসাজের পর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানা যায়,মৃত বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মনির র্দীঘদিন কিডনি রোগে আক্রান্ত ছিলো । শুক্রবার সকাল সাড়ে ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি প্রয়াত চিত্র নায়িকা পারভীন সুলতানা দিতির বড় ভাই । কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নজরুল সংঙ্গীত গাইতেন ও বিভিন্ন নাটকে পার্শ্ব শিল্পী চরিত্রে অভিনয় করেছেন। সোনারগাঁ শিল্পকলা একাডেমির সদস্যও ছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সোনারগাঁ শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামসহ সকল সদস্য, কন্ঠ শিল্পী ও কলা কুশলী এবং মুক্তিযোদ্ধা সংসদ সোনারগাঁ শাখার কমান্ডারসহ সকল সদস্য তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ।
×