ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় সাগর নদীতে কমেছে দূষণ

প্রকাশিত: ১২:২৯, ৫ জুন ২০২০

কলাপাড়ায় সাগর নদীতে কমেছে দূষণ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ করোনার ছোবলে এখন সারা বিশ্ব বিপর্যস্ত। এরওপরে ঘূর্ণিঝড় আমফান তান্ডব। এরই মধ্যদিয়ে এবছরও আজ ৫জুন, শুক্রবার পালিত হচ্ছে বিশ্বপরিবেশ দিবস। আমফানে এখনও কলাপাড়ায় নয় গ্রাম পানিবন্দী। রয়েছে করোনার মৃত্যু আতঙ্ক। তারপরও করোনায় মানুষের অবাধ বিচরন না থাকায় এ জনপদের প্রকৃতি, পরিবেশ-প্রতিবেশ ফিরেছে স্বকীয়তায়। প্রকৃতি যেন আপন মহিমায় নিজেকে তুলে ধরছে ধরনির বুকে। বাতাস যেন দুষণকে শুদ্ধ করেছে। শব্দ-দূষণও কমেছে। মানুষের কাছে অনেকটা সহনশীল হয়ে উঠেছে পরিবেশ প্রতিবেশ। সবুজ প্রকৃতি যেন আরও গাঢ় হয়ে প্রকৃতি কে সাজাচ্ছে। যেন একটি যুগ আগের চেহারায় ফিরছে অনেক কিছু। বিশ্ব পরিবেশ দিবসের এই দিনে সাগরপাড়ের প্রকৃতিপ্রেমী মানুষের দাবি এখনই প্রকৃতির এসব সুন্দরকে প্রকৃতির মতো বেচে থাকার পরিবেশ থাকতে হবে। এজন্য কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটিকে পরিকল্পিত উদ্যোগ নেয়ার দাবি করেছেন। কুয়াকাটার সংগঠক রুমান ইমতিয়াজ তুষার জানান, এখনই পরিকল্পিত উদ্যোগ নেয়া প্রয়োজন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক কমিটির সভাপতি শিক্ষক শাহাদাৎ হোসেন বিশ্বাস জানান, পরিবেশ প্রতিবেশ রক্ষায় পর্যটকের বিচরণের জন্য নির্দিষ্ট এলাকা চিহ্নিত করা প্রয়োজন।
×