ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস ॥ আক্রান্তের সংখ্যায় চীনকে টপকাল পাকিস্তান

প্রকাশিত: ১১:১০, ৫ জুন ২০২০

করোনা ভাইরাস ॥ আক্রান্তের সংখ্যায় চীনকে টপকাল পাকিস্তান

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমণে প্রায় প্রতিদিনই একে অপরকে ছাপিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। বৃহস্পতিবার আক্রান্তের নিরিখে চীনকে ছাপিয়ে গেল তাদের বন্ধুরাষ্ট্র পাকিস্তান। ৮৫ হাজার ২৬৪ জন করোনা আক্রান্ত নিয়ে পাকিস্তান রয়েছে ১৭তম স্থানে। বৃহস্পতিবার পাকিস্তান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে নতুন করে রেকর্ড ৪ হাজার ৬৮৮ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮২ জনের। যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৭৭০ জন। মারণ করোনায় সারা পৃথিবীতে এখন পর্যন্ত ৬৬ লাখ ৯৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। বিশ্বব্যাপী এই মহামারীকে রুখতে একের পর এক দেশ প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। এখন পর্যন্ত সারা বিশ্বে ১২০টি প্রতিষেধক বিভিন্ন গবেষণাগারে তৈরি হচ্ছে। এর মধ্যে মাত্র ১০টির পরীক্ষা মানবশরীরে হয়েছে। ইতিমধ্যেই করোনার প্রতিষেধকের জন্য পাঁচটি ওষুধ সংস্থাকে বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় ফ্রান্সের কোনো সংস্থার জায়গা হয়নি। প্রশাসন জানিয়েছে, এই সংস্থাগুলিকে ভ্যাকসিন তৈরির জন্য বরাদ্দ অর্থ দেওয়া হবে। পাশাপাশি ক্লিনিক্যাল ট্রায়ালের ব্যবস্থাও করবে প্রশাসন। জানা গেছে, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এক থেকে দেড় লক্ষ স্বেচ্ছাসেবককে ময়দানে নামাতে চলেছে আমেরিকা। জুলাই মাসের মাঝামাঝি থেকেই শুরু হবে ট্রায়াল। এদিকে, ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে মিলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিল ব্রাজিল। ব্রিটেন, ইউরোপের মূল ভূখণ্ড এবং আমেরিকায় সংক্রমণের হার কমায় ফেজ-২ ট্রায়ালের জন্য ব্রাজিলকে বেছে নেয়া হয়েছে। কারণ, ব্রাজিলে করোনা সংক্রমণের গ্রাফ এখনো ঊর্ধ্বমুখী। দক্ষিণ কোরিয়াতেও শুরু হবে কোভিড ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে সিওল বিশ্ববিদ্যালয়। অন্যদিকে, করোনা মোকাবিলায় নতুন করে লকডাউনের বিধিনিষেধ জারি করতে চলেছে সিঙ্গাপুর। দেশের স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার সংসদে জানিয়েছেন, এই মুহূর্তে সবকিছু স্বাভাবিক করে দিলে করোনার ঝুঁকি বাড়বে। এরই মধ্যে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মানায়, ন’জন ভারতীয় ছাত্রকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করল সিঙ্গাপুরের আদালত। নেপালে এক দিনে রেকর্ড পরিমাণ সংক্রমণ (৩৩৪) ধরা পড়েছে।
×