ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনায় পুলিশের আরও এক সদস্যের মৃত্যু

প্রকাশিত: ২৩:১৯, ৫ জুন ২০২০

করোনায় পুলিশের আরও এক সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৭ জন পুলিশ সদস্যের মৃত্যু হলো। আর ২৪ ঘণ্টায় পুলিশের রেকর্ডসংখ্যক সদস্য বিশ^ব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ আক্রান্ত প্রায় সোয়া তিনশ’ জনকে নিয়ে বর্তমানের আক্রান্তের সংখ্যা প্রায় ছয় হাজার। যাদের অধিকাংশই মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন। পুলিশের পাশাপাশি আনসার ভিডিপিতে আক্রান্তের সংখ্যা প্রায় চারশ’। আর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীদেরও আক্রান্তের সংখ্যা প্রায় দেড়শ’। নিহত ১৭ জনের মধ্যে ডিএমপিতে কর্মরত থাকা আট পুলিশ সদস্যের পরিবারকে দুই লাখ করে ১৬ লাখ টাকা আর এক আনসার সদস্যদের পরিবারকে এক লাখসহ মোট ১৭ লাখ টাকা অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক মোঃ সোহেল রানা বৃহস্পতিবার সন্ধ্যায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত পুলিশ কনস্টেবলের নাম মামুন উদ্দিন (২৭)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের উত্তর বিভাগে কর্মরত ছিলেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি ফেনী জেলার পশুরাম থানাধীন কালিকাপুর গ্রামে। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। পুলিশের তত্ত্বাবধায়নে তার লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ৩২৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই একদিনে পুলিশের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে পুলিশের ৫ হাজার ৮৩১ জন আক্রান্ত হলেন। একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা পুলিশেই সবচেয়ে বেশি। ইতোমধ্যেই করোনা আক্রান্ত হয়ে পুলিশের ১৭ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১৫ জন পুলিশ সদস্য। বাকি দু’জন পুলিশে কর্মরত সিভিল কর্মকর্তা। তবে সুস্থ হওয়ার রেকর্ডও পুলিশের বেশি। বৃহস্পতিবার পর্যন্ত ২ হাজার ১২২ জন সুস্থ হয়েছেন। এক হাজার ৬৪০ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ৫ হাজার ৫৫৯ জন পুলিশ সদস্য। পুলিশ সদস্যদের করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ নানা ধরনের নির্দেশনা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। আক্রান্তদের সর্বোচ্চ সেবাও নিশ্চিত করছেন। এদিকে করোনায় শহীদ আট পুলিশ ও আনসার সদস্যের পরিবারকে ১৭ লাখ টাকা অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম। পুলিশ সদস্যদের প্রত্যেককে দুই লাখ করে ১৬ লাখ টাকা আর আনসার সদস্যকে এক লাখ টাকা দেন তিনি।
×