ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

মানবতার সেবায় শিল্পায়োজন ‘মানুষের জন্য ছবি’

প্রকাশিত: ২৩:১৩, ৫ জুন ২০২০

মানবতার সেবায় শিল্পায়োজন ‘মানুষের জন্য ছবি’

স্টাফ রিপোর্টার ॥ এখন আর কোন প্রদর্শনালয়ে ঝুলছে না চিত্রকর্ম। কিংবা মেঝেতে রাখা ভাস্কর্য দেখার সুযোগ পাচ্ছেন না শিল্পানুরাগীরা। তবে দুর্যোগকালে অনলাইনে চলছে বেশ কিছু শিল্পকর্ম প্রদর্শনী। ভার্চুয়াল দুনিয়ায় চলমান তেমনই এক প্রদর্শনী ‘মানুষের জন্য ছবি’। মানবতার সেবায় নিবেদিত শিল্পায়োজনটিতে ঠাঁই পেয়েছে তিন চিত্রকরের চিত্রকর্ম। গুরু-শিষ্য পরম্পরায় ছবি আঁকা এই শিল্পীত্রয় হলেন মলয় বালা, অমিত নন্দী ও জাহাঙ্গীর আলম। জলরং, তেলরং ও এ্যাক্রিলিক মাধ্যমে চিত্রিত বিত্রি বিষয়ে দুই শতাধিক চিত্রকর্মের সম্মিলন ঘটেছে এ আয়োজনে। মলয় বালার ফেসবুক পেজে (Malay Bala) আপলোড করা হয়েছে ছবিগুলো। প্রদর্শনীটির আয়োজক ওরিয়েন্টাল পেইন্টিং স্টুডিও। শিল্প-সংগ্রাহকদের কাছে বিশেষভাবে নজর কেড়েছে এ প্রদর্শনী। ব্যতিক্রমী আয়োজনটিতে কোন চিত্রকর্মেরই মূল্য নির্ধারণ করে দেননি শিল্পীরা। যারা ছবি কিনছেন তারাই মূল্য নির্ধারণ করছেন। চিত্রকর্ম দেখে সংগ্রাহকের পছন্দ হলে ইনবক্সে পাঠানো মূল্যের ভিত্তিতে বিক্রি হচ্ছে ছবি। এভাবে ইতোমধ্যে বিক্রি হয়েছে কয়েক লাখ টাকার চিত্রকর্ম। আর ছবি বিক্রির সমুদয় অর্থ ব্যয় করা হচ্ছে করোনাকালীন অসহায় মানুষের জন্য। সেই তালিকায় রয়েছেন বিশ্ববিদ্যালয় এলাকার চায়ের দোকানদার, ছিন্নমূল মানুষ থেকে মহামারীতে সমস্যাগ্রস্ত কারুশিল্পীরা। শুধু তাই নয়, চারুশিক্ষার্থীদের মধ্যে যারা সমস্যায় পড়েছেন তাদেরও শিল্পের উপকরণ কিংবা সরাসরি অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। তবে ঢাকঢোল না পিটিয়ে গোপনীয়ভাবে পৌঁছে দেয়া হচ্ছে সহায়তা। সেই সুবাদে প্রকাশ করা হচ্ছে না সহায়তাপ্রাপ্তদের নামটি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক মলয় বালা জনকণ্ঠকে বলেন, বৈশ্বিক মহামারীর এই ক্রান্তিকালে আমরা দুর্দশাগ্রস্ত মানুষের জন্য কিছু করতে চেয়েছি। চারুকলার ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপের অঙ্গসংগঠন ওরিয়েন্টাল পেইন্টিং স্টুডিওর পক্ষ থেকে নেয়া হয় শৈল্পিক উদ্যোগ। সেই প্রচেষ্টারই প্রতিফলন এই প্রদর্শনী। শিল্পের আশ্রয়ে অর্থ সংগ্রহের এ উদ্যোগে দারুণ সাড়া পেয়েছি। ইতোমধ্যে বেশ কিছু চিত্রকর্ম বিক্রি হয়ে গেছে। প্রতিদিনই কেউ না কেউ ছবি কেনায় আগ্রহী হচ্ছেন। মূল্য নির্ধারিত না হওয়ায় শিল্প-সংগ্রাহকরাও নির্দ্বিধায় ছবি সংগ্রহ করছেন। সেই অর্থ ব্যয় করা হচ্ছে অসহায় মানুষের সেবায়। এছাড়াও ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপের উপদেষ্টা মিখাইল আই ইসলাম, নুসরাত মাহমুদ, গীতাঙ্ক দেবদীপ দত্ত, স্বপ্না ভৌমিক, কানিজ ফাতেমা কান্তা, আমিরুল রাজীবসহ আরও অনেকে এই সহায়তা তহবিলে সহযোগিতা করছেন। তহবিলের অর্থ দিয়ে দুই মাস ধরে সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে একসময় কাজ করত কিন্তু বর্তমানে বেকার হয়ে আছে অথবা সরাসরি ছিন্নমূল-এমন মানুষের খাদ্যসহ আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। চারুকলার যেসব শিক্ষার্থীরা বর্তমানে সমস্যায় রয়েছে তাদের আর্ট ম্যাটেরিয়াল থেকে শুরু করে সরাসরি অর্থ সহায়তা দেয়া হচ্ছে। আগামীতে সারাদেশের কারুশিল্পী এবং চারুকলার মডেলদের সহায়তা করা হবে।
×