ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৭০ দিন পর ছাড়ল বেনাপোল এক্সপ্রেস

প্রকাশিত: ২১:৩৩, ৫ জুন ২০২০

৭০ দিন পর ছাড়ল বেনাপোল এক্সপ্রেস

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ দুই মাস ১০ দিন পর চালু হয়েছে বেনাপোল এক্সপ্রেস। মোট সিট সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে বৃহস্পতিবার দুপুরে বেনাপোল থেকে ঢাকাগামী এই ট্রেনটি রওনা হয়। করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে সকল প্রকার রেল চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এই ট্রেনে ভ্রমণ করতে যাত্রীদের অনলাইনের মাধ্যমে টিকেট সংগ্রহ করতে হচ্ছে। বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, যাত্রী সংখ্যা কমানো হলেও বাড়ানো হয়নি ভাড়া। অর্থাৎ পূর্বের ভাড়াতেই ভ্রমণ সুযোগ মিলছে যাত্রীদের। তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে বেনাপোল রেল স্টেশন থেকে যাত্রীদের বেনাপোল এক্সপ্রেসে ভ্রমণ করতে হবে। বেনাপোল রেলওয়ে স্টেশনে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্লাটফরমে হয়ে বৃত্ত আঁকা হয়েছে।
×