ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটের হাতীবান্ধায় করোনা উপসর্গ নিয়ে একজন ট্রাক চালকের মৃত্যু

প্রকাশিত: ২১:৩৩, ৪ জুন ২০২০

লালমনিরহাটের হাতীবান্ধায় করোনা উপসর্গ নিয়ে একজন ট্রাক চালকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিন সির্ন্দুনা গ্রামের সাবেদার হোসেন (৫৫) নামে একজন ট্রাক চালক নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেছে। তাকে স্বল্প পরিসরে বাদ আছর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার দক্ষিণ সির্ন্দুনা গ্রামের তফসির উদ্দিন সরদারের পুত্র সাবেদার হোসেন পেশায় একজন ট্রাক চালক। সে ঢাকার কোনাবাড়ি এলাকায় বসবাস করে ট্রাক চালাত। গত পহেলা জুন গলা ব্যাথা, জ¦র, সর্দি করোনা উপসর্গ নিয়ে অসুস্থ্য হয়ে ট্রাক যোগে ঢাকা হতে হাতীবান্ধায় নিজ গ্রামের বাড়িতে পরিবার পরিজনদের কাছে আসে। তাকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের কাছে নেয়া হয়ে ছিল। চিকিৎসকদের পরামর্শে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা চলে আসছিল। আজ বৃহস্পতিবার দুপুরে গুরুতর অসুস্থ্য হয়ে শ^াসকষ্ট নিয়ে মারা যায়। । এদিকে করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের মেডিকেল টিম মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর ফারুক জানান, মৃত্যু ব্যক্তিকে স্বল্প পরিসরে সামাজিক দূরুত্ব মেনে বাদ আছর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দ্রুত দাফন করা হয়েছে। লালমনিরহাট জেলঅর সিভিল সার্জন ডাঃ নির্মূলেন্দ্র রায় জানান, মৃত ট্রাক চালকের করোনা রির্পোট পজিটিভ এলে তার পরিবারের অন্য সদস্যেদেরও করোনা পরীক্ষা করার জন্য নমূণা সংগ্রহ করা হবে। বর্তমানে পরিবারের সদস্যদের ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
×