ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় মৃতদের দাফনের সরঞ্জাম সরবরাহ করল এসএএফ

প্রকাশিত: ২১:৩১, ৫ জুন ২০২০

করোনায় মৃতদের দাফনের সরঞ্জাম সরবরাহ করল এসএএফ

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা সংক্রমণে মৃতব্যক্তির জন্য দাফনের প্রয়োজনীয় সরঞ্জাম বিনামূল্যে আল-মারকাজুল ইসলামীকে প্রদান করেছে সালমা-আদিল ফাউন্ডেশন (এসএএফ)। আল-মারকাজুল ইসলামীর পক্ষ থেকে সরঞ্জামগুলো গ্রহণ করেন সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামজা শহীদুল ইসলামের পিএস মুফতি রুকনউদ্দিন। বর্তমানে আল-মারকাজুল ইসলামী করোনায় আক্রান্ত হয়ে মৃত ও সন্দেহভাজন মৃত ব্যক্তিদের লাশ দাফনে সক্রিয় ভূমিকা রাখছে। খবর বিজ্ঞপ্তির এসএএফ-এর পক্ষ থেকে জানানো হয়, করোনায় মৃত ব্যক্তির দাফনের প্রয়োজনীয় সরঞ্জামের জন্য ০১৯৭৭ ৮৮৯৮০৬ ও ০১৯১৭ ৭০৭৭৭১ নম্বরে কিংবা এসএএফ-এর ফেসবুক পেজ িি.িভধপবনড়ড়শ.পড়স/ঝঅঋ.উযধশধ এ যোগাযোগ করা যাবে। যোগাযোগ করা হলে দাফনের প্রয়োজনীয় সরঞ্জাম স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সংশ্লিষ্ট মৃতব্যক্তির স্বজনদের কাছে পৌঁছ দেয়া হবে।
×