ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে ১৩ বছরে সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত: ২১:০২, ৫ জুন ২০২০

শেয়ারবাজারে ১৩ বছরে সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনার কারণে ৬৬ দিন বন্ধ থাকার পর গত রবিবার উভয় শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। ওইদিন উত্থান হলেও পরের তিন কার্যদিবসের মতো বৃহস্পতিবারও পতনে শেষ হয়েছে লেনদেন। সপ্তাহের শেষ দিনটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক কমেছে। কমেছে টাকার পরিমাণে লেনদেনও। এই ডিএসইতে ১৩ বছরের মধ্যে সবচেয়ে কম লেনদেন হয়েছে। রেকর্ড সংখ্যক কোম্পানির ফ্লোর প্রাইসে লেনদেন হয়েছে। কোম্পানির দর কমার সর্বোচ্চ সীমা বেঁধে দেয়ার কারণেই এমনটি ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে মাত্র ৪২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ১৩ বছর ১ মাস ১১ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০০৭ সালের ২৪ এপ্রিল বৃহস্পতিবারের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪০ কোটি ৩৯ লাখ টাকার। মূলত বৃহস্পতিবারে ব্লক মার্কেটে লেনদেন কমে যাওয়ার কারণে মোট লেনদেনও এত কম হয়েছে। এর আগের চার কার্যদিবস ব্লক মার্কেটে লেনদেনের পরিমাণ বেশি হওয়ায় মোট লেনদেন শতকোটি টাকার ওপরে ছিল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট এবং সিডিএসইটি ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯১৬ পয়েন্টে, ১৩২১ পয়েন্টে এবং ৭৮২ পয়েন্টে। ডিএসইতে ৪২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৯ কোটি ৬৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১৫২ কোটি ৬৩ লাখ টাকার। ডিএসইতে ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১টির বা ৩ শতাংশের, শেয়ার দর কমেছে ৩৬টির বা ১২ শতাংশের এবং ২৬২টির বা ৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছ। খাতভিত্তিক দেখা গেছে, ব্যাংক খাতের ৩০টির মধ্যে মাত্র তিনটির দরবৃদ্ধি এবং দুইটির কমেছে। আর বাকি ২৫টিরই ফ্লোর প্রাইসে লেনদেন হয়েছে। টেক্সটাইল খাতের মাত্র দুইটির দর বেড়েছে। তিনটির দর কমেছে, বাকি ৫৪টির দর ফ্লোর প্রাইসে লেনদেন হয়েছে। ওষুধ এবং রসায়ন খাতের শুধুমাত্র বেক্সিমকো সিনথেটিকের দর বেড়েছে। আর্থিক প্রতিষ্ঠানের মোট ২৩টির ফ্লোর প্রাইসে লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনের কোম্পানিগুলো হলো ॥ বেক্সিমকো ফার্মা, গ্রামীণ ফোন, সেন্ট্রাল ফার্মা, লিন্ডে বিডি, স্কয়ার ফার্মা, ইন্দোবাংলা ফার্মা, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, একমি ল্যাবরেটরিজ ও রেকিট বেনকিজার। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ॥ লিন্ডে বিডি, রিয়ালেন্স ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ন্যাশনাল টি, ফনিক্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, বিজিআইসি ও গ্রামীণ ফোন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৩৭ পয়েন্টে। সিএসইতে ১০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯টির দর বেড়েছে, কমেছে ১৯টির আর ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে মাত্র ৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×