ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২০:৫০, ৪ জুন ২০২০

সৈয়দপুরে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর সৈয়দপুরে করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে আব্দুল করিম প্রামানিক (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত ৩১ মে ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হলেও আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রির্পোট আসেনি। এখন পর্যন্ত ওই উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ২৭ জন। করোনা পজেটিভে মারা গেছে ১ জন ও করোনা উপসর্গে এক বৃদ্ধা সহ মারা গেছে ৩ জন। সুস্থ হয়ে নিজবাড়ি ফিরেছে ১০ জন। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মো. আলেমুল বাসার বিষয়টি নিশ্চিত করেন। সৈয়দপুর পৌর এলাকার ১১ নম্বর ওয়াডের কাউন্সিলার এরশাদ হোসাইন পাপ্পু জানান গভীর রাতে নিজবাড়িতে ওই বৃদ্ধ মারা যান। আমরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে ওই বৃদ্ধের জানাজা ও দাফন সম্পন্ন করি।
×