ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডিমলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক মুক্তিযোদ্ধার নগদ অর্থ প্রদান

প্রকাশিত: ২০:৫০, ৪ জুন ২০২০

ডিমলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক মুক্তিযোদ্ধার নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ এক মাসের সম্মানীভাতা ও ঈদুল ফিতরের বোনাস সহ মোট কুড়ি হাজার টাকা দান করেছেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ভাসানী (৯৪)। চলমান করোনাকালিন এই দান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান ভান্ডারে প্রদানের জন্য নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানীর হাতে তুলে দেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ভাসানী বলেন এই অর্থ প্রদান করে বড়ই আত্মতৃপ্তি পেলাম। আমি জাতির জনক বন্ধুবঙ্গুকে শ্রদ্ধা করি। বঙ্গবন্ধুর ডাকে আর ঘরে বসে থাকতে পারিনি। ঝাপিয়ে পড়েছিলাম মুক্তিযুদ্ধে। ছয় নম্বর সেক্টরে থেকে পাক সেনাদের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছি। দেশ স্বাধীন করেছি। তারই কন্যা আজ আমাদের আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাকালিন এই সময়ে তিনি দেশের জন্য মানুষের কল্যানের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। অসহায় মানুষজনকে ত্রান দিচ্ছেন। সকলের খোঁজখবর রাখছেন। মুক্তিযোদ্ধাদের তিনি প্রচন্ড সম্মান করেন। শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা চালু করেছেন তা কল্পনা করার মতো নয়। তাই আমি এই সময়ে আমার আমার মুক্তিযোদ্ধা সম্মানী সহ ঈদ বোনাসের অর্থ গতকাল বুধবার ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করেছি। ডিমলা উপজেলা সদরের দক্ষিন তিতপাড়া গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ভাসানী । বয়সের ভারে এখন তিনি ঠিকমতো চোখে দেখেননা। তবে মনবল দৃঢ়। মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ভাসানীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত সাময়িক সনদপত্র নং- ম ১৩৬১৮, প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদপত্র নং-১৮০৫৭, গেজেট নং-১১৭৯ (কুড়িগ্রাম জেলা) বডি নং-২৩/২৪, কল্যানট্রাষ্ট নং- ৪০১১৫, খন্ড নং-১৬৪, লাল মুক্তিবার্তা নং-০৩১৫০২০০৭৯ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ডিমলা উপজেলা প্রশাসনের করোনা পরিস্থিতি সহায়তা তহবিলে ওই অর্থ জমা নেয়া হয়েছে।
×