ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শায়েস্তাগঞ্জে মসজিদে সরকারী অনুদান বিতরণ করছেন ইউএনও সুমী আক্তার

প্রকাশিত: ২০:২৪, ৪ জুন ২০২০

শায়েস্তাগঞ্জে মসজিদে সরকারী অনুদান বিতরণ করছেন ইউএনও সুমী আক্তার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ১০৮টি মসজিদে ৫ হাজার টাকা করে সরকারী অনুদান বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেক মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে এ অনুদানের চেক তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার। আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ইউএনও সুমী আক্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শায়েস্তাগঞ্জ পৌরসভা ও নূরপুর ইউনিয়নের মসজিদগুলোতে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। বাকী মসজিদে এ অনুদান দ্রুত পৌঁছানো হবে। ১০৮টি মসজিদের জন্য ৫ লাখ ৪০ হাজার টাকা অনুদান এসেছে। উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের সব মসজিদের জন্য ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুদানের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট জেলায় পাঠানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সূত্রমতে, সারা দেশে ২ লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের প্রতিটিতে ৫ হাজার টাকা হারে এই অনুদান দেওয়া হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক বা উপ-পরিচালকদের সমন্বয়ে এই অনুদানের টাকা বিতরণ করা হচ্ছে।
×