ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিজের পকেটের টাকা দিয়ে পিএসএল বাঁচাতে প্রস্তুত শোয়েব

প্রকাশিত: ১২:০৩, ৪ জুন ২০২০

নিজের পকেটের টাকা দিয়ে পিএসএল বাঁচাতে প্রস্তুত শোয়েব

অনলাইন ডেস্ক ॥ বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলো এখন বেশ জনপ্রিয়। প্রায় প্রতিটি দেশেই এখন বসছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এসব টি-টোয়েন্টি লিগ। গত কয়েক বছরে পাকিস্তানেও বেশ সাড়া ফেলেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে দেশটির সাবেক পেসার শোয়েব আক্তার মনে করেন, আর্থিক দৈন্যতায় ভুগছে এই টুর্নামেন্টটি। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের ব্র্যান্ড বিক্রি করতে চাইছে বলেও দাবি তার। আর এ অবস্থা থেকে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) রক্ষা করতে পারবেন বলে জানিয়েছেন শোয়েব নিজেই। এক টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, ‘একজন অভিজ্ঞ খেলোয়াড় ও ব্র্যান্ড হিসাবে পিএসএলকে বাঁচাতে পারি তাহলে অবশ্যই আমি এগিয়ে আসব। আমি আমার পূর্ণ শক্তি ও টাকা নিয়ে এগিয়ে আসব এবং পিএসএলকে বাঁচাব। আমি এটা নিশ্চিত করব যেন পিএসএল বেঁচে থাকে এবং অর্থ তৈরি করতে বড় ব্র্যান্ড (স্পন্সর) পায়।’ বিশ্বজুড়ে যে করোনাভাইরাসের প্রকোপ চলছে তাতে থমকে আছে ক্রীড়াঙ্গনও। আলোচনা আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে না গড়ানো নিয়ে। সব মিলিয়ে সহসাই ফের পিএসএল মাঠে গড়ানোর সম্ভাবনা দেখছেন না সাবেক এই গতি তারকা। এ বিষয়ে শোয়েব বলেন, ‘আমি এমন কিছু কথা বলব, যা মানুষের ভালো লাগবে না। পিএসএল মাঠে গড়াতে আরও ১৬-১৮ মাস অপেক্ষা করতে হবে। তারপরই এটা মাঠে গড়াবে। কারণ ৮ মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। অংকটা আপনি নিজেই সমাধান করতে পারবেন।’ তিনি আরও যোগ করেন, ‘যদি চলমান ইস্যু (করোনাভাইরাস) সেপ্টেম্বর অব্দি চলে? আপনি পিএসএল চার মাসের মধ্যে কীভাবে করবেন? আপনি ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে টাকা চাইতে পারবেন না। কিছু ফ্র্যাঞ্চাইজি এখনই তাদের ব্র্যান্ড বিক্রি করার জন্য প্রস্তুত।’
×