ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ের কাছে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’

প্রকাশিত: ০১:৩৬, ৪ জুন ২০২০

মুম্বাইয়ের কাছে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’

জনকণ্ঠ ডেস্ক ॥ মুম্বাইসহ ভারতের মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে আঘাত হানতে শুরু করেছে আরব সাগরের ঘূর্ণিঝড় নিসর্গ। উপকূলের দিকে ধেয়ে আসার সময় ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করে ‘প্রবল ঘূর্ণিঝড়’-এ পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। মহারাষ্ট্র রাজ্যের রাইগাড এলাকার আলিবাগ উপকূল দিয়ে নিসর্গ স্থলে উঠে আসবে বলে পূর্বাভাস দিয়েছে তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার। এ সময় ঘণ্টায় একটানা ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে, যা ঝড়ো ও দমকা হওয়া আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় মহারাষ্ট্র ও গুজরাটজুড়ে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। রাজ্য দুটির উপকূলীয় এলাকাগুলো থেকে এক লাখেরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে। মুম্বাই শহরের উপকূলীয় এলাকাগুলো থেকে কয়েক হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে।
×