ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অনুশীলন শুরুর আগে পাকিদের ভাবনায় সুরক্ষা

প্রকাশিত: ০০:০৬, ৪ জুন ২০২০

অনুশীলন শুরুর আগে পাকিদের ভাবনায় সুরক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপ, আমেরিকা, এশিয়ায় ভিন্ন আচরণ করছে করোনাভাইরাস। কোথাও প্রকোপ বাড়ছে, কোথাও আবার কমে এসেছে। এরই মধ্যে ক্রিকেট নিয়ে মাঠে ফেরার পরিকল্পনা আটছে বিভিন্ন দেশ। সেই তালিকায় আছে পাকিস্তানও। আগামী সপ্তাহে অনুশীলন শুরু করতে চাইছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে খেলোয়াড়দের সুরক্ষার বিষয়টি শতভাগ নিশ্চিত না হলে সেটি কিছুটা পিছিয়ে যেতে পারে। লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ২৫-৩০ জন ক্রিকেটার নিয়ে অনুশীলন শুরু করতে চাইছিল পিসিবি। যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখতে অন্তত ৪০টি থাকার ঘর প্রয়োজন। কিন্তু সেখানে আছে মাত্র ২১টি। এখন এটি কিভাবে সমাধাণ করা হবে সেটি নিয়েই ভাবছে তারা। লাহোর এবং করাচিতে দুভাগে ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সমস্যা আছে কোচিং স্টাফের সদ্যসদের পাওয়া নিয়ে। পেস বোলিং কোচ ওয়াকার ইউনুস রয়েছেন অস্ট্রেলিয়াতে এবং ফিজিও থেরাপিস্ট ক্লিফ ডেকনের রয়েছেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। এ বিষয়টিকে অবশ্য বড় করতে দেখতে চাইছে না পিসিবি।
×