ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিব বরাবরই সুপারস্টার

প্রকাশিত: ০০:০৫, ৪ জুন ২০২০

সাকিব বরাবরই সুপারস্টার

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে ৭টি মৌসুম খেলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার এই ক্রিকেটার এখন আর কেকেআরে না খেললেও দলটার প্রধান নির্বাহী ভেনকি মাইশোর বললেন, সাকিব বরাবরই তাদের কাছে ?সুপারস্টার। মাইশোর বলেন, ‘আমি বলেছিলাম, আমরা বড় নামের দিকে ছুটবো না। খেলোয়াড় বাছাইয়ের সময় আামরা সবসময় ব্র্যান্ড ধরে রাখব। ২০১১ সালে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান। আমার কাছে সাকিব সুপারস্টার। কাজের প্রতি তার প্যাশন, তার বিনয় ও ধারাবাহিকভাবে পারফর্ম করার একজন উদাহরণ হলেন সাকিব।’ মাইশোর সাকিবের অসাধারণ ক্রিকেট মস্তিষ্ক ও ব্যক্তিত্বের জন্য তাকে বিশেষ একটা নাম দিয়েছিলেন এবং সেই নামেই সবসময় ডাকতেন। মাইশোর জানান, তিনি সাকিবকে ডাকেন ‘সাবিস্টার’ বলে। মাইশোরের ভাষায়, ‘সাকিবের সঙ্গে অনেক স্মৃতি আছে। ও একজন অসাধারণ মানুষ। আমি সাকিবকে একটা বিশেষ ডাকনাম দিয়েছিলাম এবং আমি ওকে সেই নামেই ডাকি, সাবিস্টার। আমি যখন তাকে খুদে বার্তা পাঠাই তখনও আমি সাবিস্টার লিখি। ও কেকেআরের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে তুলেছিল। ক্রিকেট মাঠেও সে আমাদের জন্য অনেক কিছু করেছে।’
×