ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমাদের সব ম্যাচই জিততে হবে ॥ বেঞ্জামা

প্রকাশিত: ০০:০৪, ৪ জুন ২০২০

আমাদের সব ম্যাচই জিততে হবে ॥ বেঞ্জামা

স্পোর্টস রিপোর্টার ॥ অন্যান্য লীগের মতো মাঠে ফেরার অপেক্ষায় স্প্যানিশ লা লিগাও। ১১ জুন শুরু হবে লিওনেল মেসি-সার্জিও রামোস-করিম বেঞ্জামাদের লীগ। তাইতো দলগুলো এই মুহূর্তে অনুশীলনে ব্যস্ত। দুই মাসেরও বেশি সময় ঘরে বসে থেকে অনেকেই মুটিয়ে গেছেন। ফিটনেস ঠিক করতে তাই সবাই ঘাম ঝরাচ্ছেন অনুশীলনে। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড করিম বেঞ্জামাও অনুশীলনে ব্যস্ত। ফরাসী এই ফুটবলার জানিয়েছেন, মৌসুমে বাকি সব ম্যাচই জয়ের লক্ষ্য তাদের। দলটির কোচ জিনেদিন জিদান সবাইকে সময়টা উপভোগ করার বার্তা দিয়েছেন বলেও জানিয়েছেন বেঞ্জামা। করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ হওয়ার আগে স্প্যানিশ কোপা ডেল রে থেকে বিদায় নিয়েছে রিয়াল। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটির কাছেও হেরেছে ২-১ ব্যবধানে। যে কারণে ইউরোপ সেরার লড়াই থেকেও বিদায় নেয়ার শঙ্কায় আছে আসরের সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়নরা। যে কারণে নতুন করে শুরু হওয়ার পর প্রতিটি ম্যাচই মহাগুরুপূর্ণ রিয়ালের কাছে। এজন্য অনুশীলনে ঘাম ঝরিয়ে চলেছেন রামোস, বেঞ্জামা, মার্সেলোরা। সেখানে এসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন অনেকে। বেঞ্জামাও জানালেন তাদের লক্ষ্যের কথা। ফরাসী ফরোয়ার্ড বলেন, বলের স্পর্শ ছাড়া দুই মাস কাটিয়ে দেয়া সহজ নয়। আমরা এখন ভাল অবস্থায় আছি। একসঙ্গে কঠোর পরিশ্রম চালিয়ে যাব। আমরা সবাই ভাল বোধ করছি। আমরা জানি আমাদের প্রতিটা ম্যাচই জিততে হবে। আমাদের ও ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ। এজন্য আমরা নিজেদের উজাড় করে দিতে যাচ্ছি। এই লড়াইয়ে কোচ জিদান উৎসাহ জোগাচ্ছেন জানিয়ে বেঞ্জামা বলেন, জিদানের বার্তা হলো খেলার সময় নিজেদের উপভোগ করা। এই সপ্তাহে আমরা অনুশীলনে আরও বেশি বলের ব্যবহার শুরু করেছি। গত সপ্তাহের চেয়ে অনুশীলন ছিল আরও বেশি ফিটনেসকেন্দ্রিক। বল নিয়ে আবার সবাই অনুশীলনে ফেরাটা দারুণ ব্যাপার।
×