ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্লয়েড হত্যায় ক্রীড়াঙ্গনে বাড়ছে প্রতিবাদের ঝড়

প্রকাশিত: ০০:০৩, ৪ জুন ২০২০

ফ্লয়েড হত্যায় ক্রীড়াঙ্গনে বাড়ছে প্রতিবাদের ঝড়

জিএম মোস্তফা ॥ যুক্তরাষ্ট্রে মিনেসোটার রাজপথে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ বাস্কেটবল তারকা জর্জ ফ্লয়েডকে নির্মমভাবে হত্যা করেছে এক শ্বেতাঙ্গ পুলিশ। সেই ঘটনার ভিডিও দেখে কেঁপে উঠেছে সারাবিশ্ব। তার প্রতিবাদের ঝড় এখনও বয়ে চলেছে। বিশ্ব ক্রীড়াঙ্গনও ফ্লয়েড হত্যার প্রতিবাদে মুখরিত। ফুটবল, ক্রিকেট, টেনিসসহ সব ধরনের খেলোয়াড়রাই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে নিজেদের প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলেছেন। আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। ফ্লয়েড হত্যার প্রতিবাদ জানিয়ে তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম এ্যাকাউন্টে একটি হৃদয়বিদারক ভিডিও পোস্ট করেছেন। নারী এককে ২৩টি গ্র্যান্ডস্লামের মালিকের পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে এক আফ্রিকান-আমেরিকান শিশু (মেয়ে)। ডুকরে ডুকরে কেঁদে সে বলছে, কীভাবে তাদের সঙ্গে আলাদা (বাজে) আচরণ করেন শেতাঙ্গরা। যার ক্যাপশনে মার্কিন কৃষ্ণকলি লিখেছেন, ‘এই ন্যক্কারজনক ঘটনায় আমি কতটা বিমর্ষ ও ব্যথিত তা বলা এবং প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। কিন্তু আমার কথাগুলোর সন্ধান পেয়েছে সে। সার্বিক অর্থে আমাদের সবার অবস্থায় অনুভব করেছে ও সেইসঙ্গে ব্যাখ্যা দিয়ে দুর্দশা তুলে ধরেছে। আমাদের অনেকে বোবা হয়ে গেছে... শব্দ হারিয়ে ফেলেছে... আমি কে তা জানি। এটি একটি দুঃসময়।’ তিনি বলেন, আমরা প্রার্থনা করতে জানি। সুতরাং নিহত, আহত ও অত্যাচারিতদের জন্য আমি সবাইকে ঈশ্বরের কৃপা চাইতে বলব। এ রকম নৃশংস ঘটনা এই প্রথম নয়; এটি কেবল নতুনভাবে চিত্রায়িত হয়েছে। আমি প্রচুর কষ্ট পেয়েছি। ভাষা হারিয়ে ফেলেছি।’ নারকীয় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন টেনিসের প্রতিভাবান খেলোয়াড় কোকো গফও। নির্মম এই পুলিশি হত্যার প্রতিবাদ জানিয়ে প্রতিশ্রুতিশীল টেনিস তারকা গফ বলেছেন, ‘এবার কি আমার পালা?’ ১৬ বছর বয়সী এই আফ্রো-আমেরিকান টেনিস তারকা গত বছরেই চমকপ্রদ পারফর্মেন্স উপহার দিয়ে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন বিশ্ব টেনিসের। নিজের টুইটারে একটি টিকটক ভিডিও আপলোড করেন তিনি। সেই ভিডিওতে তাকে কালো পোশাকে দেখা যায়। ভিডিওতে আরও ছিল ফ্লয়েডসহ বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রে খুন হওয়া অন্য নিরপরাধ কৃষ্ণাঙ্গদের ছবি। একপর্যায়ে ক্যামেরার সামনে দুই হাত তুলে ধরেন কোকো। ক্যাপশনে ভেসে ওঠে, ‘এবার কি আমার পালা? এই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আমি সরব হয়েছি। আপনারাও সেটাই করবেন তো?’ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ জানিয়েছেন সাবেক এনবিএ চ্যাম্পিয়ন স্টিভেন জ্যাকসন। ধিক্কার জানিয়েছেন দেশটির বাস্কেটবল তারকা লস এ্যাঞ্জেলসের ফরোয়ার্ড লেব্রন জেমস, মহাতারকা মাইকেল জর্ডানও। এক টুইটে জেমস লেখেন, ‘আমেরিকা কেন আমাদের ভালবাসে না!’ বর্বর এই হত্যাকা-ের ন্যায়বিচার চেয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপেও। ম্যানচেস্টার ইউনাইটেডে তরুণ ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড তো বিশে^র ওপর এক কালিমাই লেপে দিয়েছেন। তিনি বলেন, ‘বিশ্ব এখন আগের চেয়ে আরও বেশি বৈষম্যপূর্ণ।’ যাদের সবাই কালো গোত্রের। এদিকে বক্সিং কিংবদন্তি ফ্লয়েড ‘মানি’ মেওয়েদার প্রস্তাব দিয়েছেন ফ্লয়েডের শেষকৃত্যের সব খরচ বহন করার। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিশ্চিত করেছে মেওয়েদারের এই সাহায্য গ্রহণে রাজি হয়েছে ফ্লয়েডের পরিবার। মানে বর্ণবাদ একবিন্দুতে মিলিয়ে দিল দুই ফ্লয়েডকে। ‘ব্ল্যাক লাইভ মেটার’ সমর্থন করে গলফ কিংবদন্তি টাইগার উডসের টুইট, ‘যুক্তরাষ্ট্রের আইনের প্রতি সব সময় শ্রদ্ধাশীল। কখন, কিভাবে কঠোর হতে হয় এ নিয়ে প্রশিক্ষণ দেয়া হয় ভালভাবে। কিন্তু এই ট্র্যাজেডি সীমা ছাড়িয়ে গেছে।’ যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল টুইটারে লিখেছে, ‘এক জাতি, এক দল। আমরা বর্ণবাদের বিপক্ষে।’ যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান কোনভাবে মানতে পারছেন না কালোদের ওপর এমন অন্যায়, ‘আমি দেখছি। সবার যন্ত্রণা, রাগ, হতাশা বুঝতে পারছি। যারা এই বর্ণবাদ আর হিংসার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, আমি সঙ্গে আছি তাদের। যথেষ্ট হয়েছে।’
×