ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফায়ার সার্ভিসের শতাধিক সদস্য করোনা আক্রান্ত

প্রকাশিত: ২৩:৫৭, ৪ জুন ২০২০

ফায়ার সার্ভিসের শতাধিক সদস্য করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যদের আক্রান্তের হার বেড়েই চলেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে জরুরী সেবাদানকারী এই প্রতিষ্ঠানটির শতাধিক সদস্য আক্রান্ত হয়েছেন। তবে আশার কথা হচ্ছে পুলিশের ষোলজনের মৃত্যু হলেও, ফায়ার সার্ভিসের কারও মৃত্যু হয়নি। এজন্য বাহিনীর তরফ থেকে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মোঃ শাহজাহান শিকদার জানান, ছয় উর্ধতন কর্মকর্তাসহ বর্তমানে সেবাদানকারী প্রতিষ্ঠানটির ১১৭ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৬ জন সুস্থ হয়েছেন। বাকি এক শ’ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। আর একজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখন পর্যন্ত কারও মৃত্যু না হওয়ায় প্রতিষ্ঠানটির সবাই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
×