ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাত হাসপাতালে ঘুরে চিকিৎসা না পেয়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ২৩:৩১, ৪ জুন ২০২০

সাত হাসপাতালে ঘুরে চিকিৎসা না পেয়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ এবার সাত বেসরকারী হাসপাতালে ঘুরেও চিকিৎসা না পেয়ে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ৩১ মে ছয় বেসরকারী হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনার পর পুনরায় চিকিৎসা ক্ষেত্রে এমন অবহেলা ও মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। স্ট্রোক করার পর তার আইসিইউ সেবা প্রয়োজন ছিল। কিন্তু তার পরিবারের অভিযোগ, করোনা পরিস্থিতির মধ্যে শ্রীমঙ্গল থেকে এসে এ্যাম্বুলেন্সে তাকে নিয়ে একের পর এক হাসপাতাল ঘুরতে হয়েছে। তবুও কোন হাসপাতালই রোগীকে ভর্তি করেনি। ওই নারীর আত্মীয় মাজহারুল আলম মাসুম জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের কালিঘাট রোড এলাকার বাসিন্দা নারী (৭০) দীর্ঘদিন ধরে প্রেসার ও ডায়াবেটিসজনিত রোগে ভুগছেন। মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ স্টাফ রিপোর্টার ॥ মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। বুধবার সাতসকালে সবাই যখন ঘুম থেকে ওঠার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই ৪.২ মাত্রার ভুমিকম্পে কেঁপে ওঠে দেশের উত্তর-পূর্বের কিছু জেলা। আবহাওয়া অফিস জানিয়েছে, নেত্রকোনা জেলার বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা থেকে এর উৎপত্তি।
×