ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে করোনায় চিকিৎসকেরম মৃত্যু

প্রকাশিত: ২৩:৩১, ৪ জুন ২০২০

চট্টগ্রামে করোনায় চিকিৎসকেরম মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ এহসান। বুধবার দুপুরে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। এ রোগে মঙ্গলবার রাত পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন ৭৭ জন। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৯৪। এদিকে, চট্টগ্রামে করোনা রোগী বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করে বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকগুলোকে অধিগ্রহণ করে সরকারীভাবে চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন কয়েক বিশিষ্ট নাগরিক। চমেক হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আফতাবুল ইসলাম সাংবাদিকদের জানান, সহযোগী অধ্যাপক ডাঃ এহসানের (৪২) শরীরে করোনা উপস্থিতি শনাক্ত হওয়ায় তিনি করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে ভর্তি করা হয় আইসিইউতে। সেখানেই তার মৃত্যু হয়। করোনায় মৃত্যুবরণকারী ডাঃ এহসান একজন মেধাবী চিকিৎসক ছিলেন। তার মৃত্যুতে চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, মঙ্গলবার চট্টগ্রামে নতুন করে করোনা রোগে শনাক্ত হয়েছেন ২০৬ জন। এরমধ্যে বিআইটিআইডিতে ২৫২ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জন, সিভাসুতে ১১১ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জন, চমেক হাসপাতাল ল্যাবে ২৫১ জনের নমুনা পরীক্ষায় ৮৭ জন এবং কক্সবাজার মেডিক্যালে ৬০ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে ১১৯ জন নগরের এবং বাকিরা উপজেলা পর্যায়ের বাসিন্দা। চট্টগ্রাম কাস্টম হাউসের এক রাজস্ব কর্মকর্তাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জসিম উদ্দিন মজুমদার নামের এ কর্মকর্তা মঙ্গলবার রাত ২টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান। তিনি চট্টগ্রাম বন্দরের অফডক এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা রেখে যান। স্বাস্থ্যবিধি মেনে ফেনীর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। এর আগে চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের এক উপদেষ্টা, এক সাবেক সাধারণ সম্পাদকসহ ৫ সিএন্ডএফ প্রতিষ্ঠান মালিকের মৃত্যু হয়। চট্টগ্রাম চেম্বারের ৪ নমুনা সংগ্রহ বুথ ॥ করোনা টেস্ট বাড়াতে সহযোগিতার অংশ হিসেবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪টি নমুনা সংগ্রহ বুধ বসাচ্ছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি। সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবারের মধ্যে বুথগুলো স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশাবাদী চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার জন্য চট্টগ্রামের সিভিল সার্জনকে চিঠি দেয়া হয়েছে।
×