ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাশেদুল হক চিশতীর জামিন বাতিল করেছে হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ

প্রকাশিত: ২৩:০৭, ৪ জুন ২০২০

রাশেদুল হক চিশতীর জামিন বাতিল করেছে হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ

স্টাফ রিপোর্টার ॥ ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক) উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর বিরুদ্ধে দুদকের করা টাঙ্গাইলের মানি লন্ডারিংয়ের এক মামলায় জামিন বাতিল করে দিয়েছে হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ । জামিন বাতিলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফৌজদারি রিভিশন আবেদনের ওপর শুনানি শেষে বুধবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল আদালত এই আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী এ্যাটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা।
×